পশ্চিমবঙ্গে করোনার টিকার সঙ্কট দেখা দিয়েছে। অনেকেই প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ পাচ্ছেন না। কলকাতার সরকারি হাসপাতাল ও টিকাদান কেন্দ্রগুলোতে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন নেই বললেই চলে। তাই প্রথম ডোজ নেওয়ার পর সময় হলেও দ্বিতীয় ডোজ নেওয়া যাচ্ছে না।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভারত সরকারের কাছে ৫ লাখ টিকার জন্য তাঁরা জরুরি ভিত্তিতে আবেদন করেছিলেন। কিন্তু শুক্রবার সকালের মধ্যে সেই টিকা এসে না পৌঁছানোয় টিকাদান স্থগিত রাখতে হয়েছে।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টিকা পাঠানো নিয়ে বৈষম্যের অভিযোগ তোলেন।
এদিকে কলকাতায় সরকারি প্রতিষ্ঠানে কোভ্যাক্সিন না থাকলেও বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানে এই টিকা পাওয়া যাচ্ছে। তবে খরচ হচ্ছে এক হাজার ৪১০ রুপি।
কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে বেশি চলছে সিরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড টিকা। কোভিশিল্ড অবশ্য সরকারি প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে। বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে কোভিশিল্ডের প্রতি টিকার দাম ৭৮০ রুপি।
পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ২ কোটি ৬৩ লক্ষ ৮৫ হাজার ২৩৩ জন কোভিডের দুটি টিকাই পেয়েছেন। একটি টিকা পেয়েছেন ১ কোটি ৮৬ লক্ষ ৩৭ হাজার ৮৮২ জন। রাজ্যে বর্তমানে ১২ হাজার ২০৫ জন সক্রিয় করোনা রোগী আছেন।