হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে স্থানীয় নির্বাচন: ফুফু-ভাতিজার দ্বন্দ্বে উত্তেজনা চরমে

ফুফু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তাঁর ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য। পশ্চিমবঙ্গের পৌর নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূলের এই দুই নেতার সমর্থকদের মধ্যে লড়াই নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে।

কলকাতার গণমাধ্যমগুলোর সবচেয়ে বড় আলোচনার খোরাক ফুফু-ভাতিজার এই দ্বন্দ্ব। তৃণমূলের প্রধান এই দুই নেতা সরাসরি একে অন্যের বিরুদ্ধে মুখ না খুললেও উভয় গোষ্ঠীর নেতারা নিজেদের ক্ষোভের কথা বলতে শুরু করেছেন প্রকাশ্যেই। ফলে, অন্তর্কোন্দল মেটাতে কড়া বার্তা দিতে হচ্ছে মমতাকে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন, দলের লাগাম মমতার হাত থেকে অনেকটাই আলগা করে নিয়েছেন অভিষেক। ঘটনা যা-ই হোক, তৃণমূলের ক্ষমতার দুই কেন্দ্রকে ঘিরে শাসক দলে অস্বস্তি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে রাজ্যে। 

সামনেই পশ্চিমবঙ্গের ৪টি মিউনিসিপ্যালটি করপোরেশন ও ১০৮টি পৌরসভার নির্বাচন। এরই মধ্যে সাইঁথিয়া, বজবজ ও দিনহাটা পৌরসভা নির্বাচনে বিনা ভোটেই জয়লাভ করেছে তৃণমূল। বিরোধী দলগুলো অনেক আসনে প্রার্থী দিতে না পারলেও রাজ্য ক্ষমতায় আসীন শাসকদল তৃণমূলও ব্যর্থ হয়েছে বহু আসনে প্রার্থী দিতে। প্রার্থী বাছাইয়ের বিষয়ে মমতা নির্দেশ দিয়েছিলেন দলের রাজ্য মহাসচিব পার্থ চ্যাটার্জি ও সভাপতি সুব্রত বক্সি স্বাক্ষরিত তালিকাই চূড়ান্ত। কিন্তু সেই তালিকার বাইরে অভিষেক ব্যানার্জির গোষ্ঠীও আলাদা তালিকা প্রকাশ করে। প্রকাশ্যেই শুরু হয় বিরোধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় নির্বাচনী প্রচারে ব্যস্ত। সেখানে যাওয়ার আগে তিনি দলের রাজ্য মহাসচিব ও সভাপতির তালিকার ত্রুটি তুলে ধরেন। জবাবে পাল্টা সমালোচনা শুরু হয় পার্থ-সুব্রত গোষ্ঠীর তরফ থেকেও।

জোর গুজব, দলীয় পদ ছাড়তে পারেন অভিষেক। পাল্টা পদত্যাগের হুমকি দিয়েছে বিরোধী গোষ্ঠীও। সব মিলিয়ে তৃণমূল অন্দরে গোলমাল চলছে পুরোদমে। তা নিয়ে বিজেপি নেত্রী ডা. অর্চনা মজুমদারের বলেন, ‘ওটা তো ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি। এ ধরনের গোলমাল হওয়াই স্বাভাবিক। পিসি-ভাইপোর দলে চুরির টাকার ভাগ নিয়ে আরও গোলমাল হবে।’ 

বিষয়টি তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় বললেও প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন গাঙ্গুলি বলেন, ‘নীতি আদর্শহীন দলে এমনটাই হয়।’

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’