হোম > বিশ্ব > ভারত

ভারত বন্‌ধের সমর্থনে চলছে ব্যাপক প্রচার

প্রতিনিধি কলকাতা

বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্‌ধের ঘোষণা এসেছিল আগেই। দিনটি সামনে রেখে চলছে ব্যাপক প্রচার। ওই দিন ভারতীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বন্‌ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলোর সম্মিলিত সংযুক্ত কিষান মোর্চা। 

কৃষক সংগঠনগুলোর সম্মিলিত সংযুক্ত কিষান মোর্চার দাবি, ভারতের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। সেই সঙ্গে দিতে হবে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে আইনি রক্ষাকবচ। 

উল্লেখ্য, গত প্রায় এক বছর ধরে দিল্লিতে কৃষকেরা ধর্ণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় চলছে মহাপঞ্চায়েত বা জনসভা। এরই মধ্যে মোর্চা গোটা দেশে নো ভোট বিজেপি বা বিজেপিকে ভোট নয় প্রচার চালাচ্ছে। 

বিজেপিবিরোধী বেশির ভাগ রাজনৈতিক দল ও সংগঠন বন্‌ধকে সমর্থন জানিয়েছে। বামপন্থী দলগুলো বন্‌ধের সমর্থনে ব্যাপক প্রচার শুরু করেছে। কংগ্রেস ও তৃণমূল সমর্থন জানিয়েছে কৃষক আন্দোলনকে। তবে তৃণমূল কৃষক আন্দোলনকে সমর্থন করলেও বন্‌ধ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি। তৃণমূলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে কথা বলছেন টিকায়েতের সঙ্গে। তিনি কৃষকদের আন্দোলনে সমর্থন ব্যক্ত করেছেন। 

তবে সিপিএমে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র বন্‌ধ নিয়ে তৃণমূলকে তাঁদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন। তিনি জানান, তৃণমূল সমর্থন না জানালেও বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে বন্‌ধকে সার্থক করতে চেষ্টা করবে। 

অন্যদিকে, কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতকে 'ডাকাত' বলে বর্ণনা করে বন্‌ধের বিরোধিতা করেছে বিজেপি। তাদের অভিযোগ, বিদেশ থেকে মদদ দেওয়া হচ্ছে ভারতের কৃষক আন্দোলনকে। 

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার