হোম > বিশ্ব > ভারত

খুনের ভিজিটিং কার্ড ছাপিয়ে গ্রেপ্তার হলেন ভাড়াটে খুনি

‘পথের কাঁটা দূর করিতে চান…।’ মনে আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বকশীর বিখ্যাত গল্প ‘পথের কাঁটা’? বিজ্ঞাপন দিয়ে খুনি পথের কাঁটা নিমেষে সরানোর বন্দোবস্ত করত! সেই গল্পের মতো বাস্তবেও দেখা মিলল ভাড়াটে খুনির। রীতিমতো নিজের ছবি, ফোন নম্বর দিয়ে মানুষ মারার জন্য ‘সুপারি কিলিং’-এর বিজ্ঞাপন। ভিজিটিং কার্ড ছাপিয়ে এলাকায় প্রচার করতে গিয়ে পড়েছেন ধরা।

অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত সোমবার (৪ সেপ্টেম্বর) অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মোরসেলিম মোল্লা ওরফে বুলেট। তিনি নিজেকে ‘মাস্তান’ হিসেবে ঘোষণা করেছেন। এর আগেও তিনজনকে খুনের ঘটনায় পুলিশের হাতে ধরা পড়েছিলেন বুলেট। নিজের ছবি, ফোন নম্বর দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই এলাকায় তাঁর ভিজিটিং কার্ডের প্রচার চলছিল।

ঘটনার খবর জানতে পেরেই ক্যানিং থানার বিশেষ তদন্তকারী দল সাব-ইন্সপেক্টর রঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে ধর্মতলা গ্রামে বুলেটের বাড়ি থেকে তাঁকে আটক করে ক্যানিং থানা-পুলিশ। এ ছাড়া একটি দেশি বন্দুক ও দুটি গুলিও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের কাছে অভিযোগ শিকার করে নিয়েছেন তিনি।

অভিযুক্তকে গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আলীপুর আদালতে তোলা হয়েছে। সেখানে বিচারক তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

এর আগেও বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে গত বছর আগস্ট মাসে গ্রেপ্তার হয়েছিলেন বুলেট। এক বছর আগে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্যসহ তিনজনের খুনের ঘটনায়ও ক্যানিং থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। কিন্তু সেই সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে জামিন পেয়ে যান তিনি।

ধর্মতলা গ্রামের স্থানীয়দের দাবি, জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই এলাকার মানুষকে মাঝেমধ্যেই ভয় দেখাতেন বুলেট।

কয়েক দিন ধরে মানুষ খুনের জন্য বিজ্ঞাপন দিতে শুরু করেন তিনি। পুলিশের কাছে অভিযোগ শিকার করেছেন অভিযুক্ত।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের