হোম > বিশ্ব > ভারত

সীমান্ত নিয়ে সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে, আশা ভারতের

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

ভারত আশা করে, ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করা হবে। আজ শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন।

সামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গত বুধবার বলেন, ভারতের সঙ্গে চারটি চুক্তি হওয়ার কথা রয়েছে এবং ২০১০ সালে হওয়া চুক্তির মধ্যে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে, যা কিছুটা অসম।

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত-সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা প্রস্তাব করা হয়েছে।

জয়সওয়াল আরও বলেন, ‘আমরা আশা করি, পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করা হবে। ভারত ও বাংলাদেশ এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তিতে এসব চুক্তি হয়েছে।’

রণধীর জয়সওয়াল আরও উল্লেখ করেন, ‘এসব চুক্তি ভারত ও বাংলাদেশের সীমান্তে উভয় দেশের জন্য নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে। তাই আমরা আশা করি, সব চুক্তিকে যথাযথভাবে সম্মান জানানো হবে।’

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি