হোম > বিশ্ব > ভারত

সাত সকালে ছয়বার কেঁপে উঠল আসাম

প্রতিনিধি, কলকাতা

ঢাকা: ছয়-ছয়বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসাম-সহ একাধিক রাজ্য।  আজ বুধবার স্থানীয় সময় ৭টা ৫১ মিনিট থেকে শুরু হয় কম্পন।

পাঁচটি ভূমিকম্পেরই উৎসস্থল আসামের সোনিতপুর। অন্যটি তেজপুর। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পরে আসাম ছাড়াও প্রতিবেশী রাজ্যগুলোতেও।

 ভূমিকম্পের পরে আসামের রাজধানী গৌহাটির বহু বহুতলে ফাটল ধরেছে। বহু জায়গায় মাটিও ফেটে গিয়েছে।   আর্থিক ক্ষতি হলেও হতাহতের কোনও খবর নেই।

ভূমিকম্প প্রবণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে প্রথমবারের মতো কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪।  এর উৎসস্থল ছিল আসামের সোনিতপুর। কম্পন অনুভূত হয় গোটা আসাম জুড়ে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ প্রভৃতি জেলাতেও অনুভূত হয় কম্পন। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। ত্রিপুরাতেও এই কম্পন অনুভূত হয় ।

এদিকে, প্রথমটির ধাক্কা সামলাতে না সামলাতেও আরও পাঁচটি কম্পন অনুভূত হয়।   ভারতীয় সময় সকাল ৮টা ৩ ও ৮টা ১৩ মিনিটের কম্পন দুটি ছিল মাঝারি মাপের। ৪ দশমিক ৭ ও ৪। এরপর যথাক্রমে সকাল ৮টা ২৫,  ৮টা ৪৪ ও ১০টা ৫ মিনিটে ৩টি স্বল্পমাত্রার কম্পনও অনুভূত হয়।

ভারতীয় ভূমিকম্প বিষয়ক জাতীয় কেন্দ্র থেকে বলা হয়েছে, প্রথমটি বড় মাত্রার, দ্বিতীয় দুটি মাঝারি মাপের এবং শেষের তিনটি স্বল্পমাত্রার কম্পন। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, প্রথমটিরই 'আফটার-শক এফেক্ট' বাকি ৫টি কম্পন। প্রথম ভূমিকম্পটি হয় ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৭ কিমি গভীরে। ৩০ সেকেন্ড স্থায়ী ছিল কম্পন।

 ভূমিকম্পের খবর পেয়ে আসাম রাজ্যের মুখমন্ত্রী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন । প্রয়োজনে সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে