হোম > বিশ্ব > ভারত

আবারও মাওবাদী আতঙ্ক পশ্চিমবঙ্গে

কলকাতা প্রতিনিধি

আবারও মাওবাদী আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। পশ্চিমবঙ্গের তিন জেলা ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় নতুন করে মাওবাদী জঙ্গিদের তৎপরতাকে ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় শাসকদলীয় নেতা–কর্মীরা বাড়তি নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের কাছে আবেদন করছেন। মাওবাদীদের তৎপরতা রুখতে জঙ্গলমহল নামে পরিচিত ওই এলাকায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের নজরদারি ও টহল বৃদ্ধি পেয়েছে। 

এক সময়ে গোটা জঙ্গলমহলই ছিল মাওবাদী অধ্যুষিত। সম্প্রতি নতুন করে তাদের প্রভাব বাড়ছে বলে কেন্দ্রীয় গোয়েন্দারা রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছেন বলেও জানা গিয়েছে। এরই মধ্যে জঙ্গলমহলে ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইয়ের (মাওবাদী) পোস্টার লাগানো শুরু করেছে। দলটিতে নতুন করে সদস্য নিয়োগ প্রক্রিয়াও আবারও চালু হয়েছে বলে গুজব শোনা যায়। 

বাঁকুড়া জেলা পরিষদের সদস্য ও স্থানীয় তৃণমূল নেতা চিত্ত মাহাতো তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বাড়াতে জন্য জেলা পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন। এদিকে, পুলিশ জানিয়েছে, কেবল চিত্ত একা নন, তিন জেলারই ছোট-মাঝারি-বড় সব স্তরের নেতারাই চাইছেন তাঁদের নিরাপত্তা বাড়ানো হোক। এবং এর কারণ হিসেবে সবাই উল্লেখ করেছেন তাদের এলাকায় মাওবাদীদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। 

গত ৭ এপ্রিল মাওবাদীদের ডাকা জঙ্গলমহল বন্ধে অভূতপূর্ব সাড়া মেলায় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারাও অবাক। তাই সেখানে নতুন করে শুরু হয়েছে পুলিশি তৎপরতা। 

রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) মনোজ মালব্য নিজে জঙ্গলমহল সফর করে জেলার পুলিশের কর্মকর্তাদের সঙ্গে জঙ্গলমহলের পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন। সেই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তার বহরও। ভারতের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের তৈরি করা ল্যান্ডমাইন নিরোধক বিশেষ টহল গাড়ি ‘বজ্র’ নামানো হয়েছে জঙ্গলমহলে। এই সব গাড়িতে করে চলছে টহল চলছে। নতুন করে অশান্তি রুখতে জঙ্গলমহলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। 

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার