হোম > বিশ্ব > ভারত

ভারতে ডিপোজিট নিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে গ্রাহকের মারামারি ভাইরাল

ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় এক গ্রাহকের সঙ্গে ব্যাংক ম্যানেজারের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার এনডিটিভি জানিয়েছে, জাইমান রাওয়াল নামে ওই গ্রাহক ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত কর কাটা নিয়ে অসন্তুষ্ট হয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়।

৪৩ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, দুজন একে অপরের কলার ধরে টানাটানি করছেন। একপর্যায়ে গ্রাহক ব্যাংক ম্যানেজারের মাথায় থাপ্পড় মারেন। এক নারী সহকর্মী শোভম নামে অপর এক ব্যাংক কর্মীকে বিরোধ থেকে সরে আসার জন্য অনুরোধ করছেন।

ভিডিওতে গ্রাহকের সঙ্গে থাকা একজন বয়স্ক নারীকে বিরোধ মেটানোর চেষ্টা করতে দেখা গেছে। তিনি দুজনের হাত ধরে তাঁদের আলাদা করার চেষ্টা করেন এবং গ্রাহককে থামানোর জন্য তাঁকে চড়ও মারেন। দুজনকে শেষ পর্যন্ত আলাদা করা সম্ভব হলেও গ্রাহক অন্য এক ব্যাংক কর্মীর ওপর হামলা চালান।

ঘটনাটি আহমেদাবাদের ভাস্ত্রাপুরের ইউনিয়ন ব্যাংক শাখায় ঘটেছে। স্থানীয় পুলিশ এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করেছে এবং তদন্ত চলছে।

জানা গেছে, এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছে বিহারের পাটনার গান্ধী ময়দান এলাকার ক্যানারা ব্যাংক শাখায়। সেখানে এক নারী ব্যাংক ম্যানেজারকে সিবিল স্কোর নিয়ে হয়রানি এবং হুমকি দেন এক গ্রাহক।

বিহারের ভিডিওটিতে দেখা গেছে, গ্রাহক ওই নারী ম্যানেজারের দিকে আঙুল উঁচিয়ে তাঁর ফোন কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন। তিনি বলেন, ‘তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছ।’ এই ঘটনাটিও পুলিশের নজরে এসেছে এবং তদন্ত শুরু হয়েছে।

ভারতের ব্যাংকগুলোতে গ্রাহকদের সঙ্গে এমন সহিংস আচরণ ক্রমেই উদ্বেগের বিষয় হয়ে উঠছে। কর্মকর্তারা বলছেন, এ ধরনের আচরণ নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে