হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ২৫০০ কোটি রুপির হেরোইন জব্দ

ভারতের দিল্লিতে এ যাবৎ কালের সবচেয়ে বড় হেরোইনের চালান জব্দ করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির কাছে ফরিদাবাদের একটি বাড়ি থেকে ৩৫৪ কেজি হেরোইন জব্দ করা হয়। যার বাজারমূল্য আড়াই হাজার কোটি রুপি। আন্তর্জাতিক মাদক চোরাকারবারিদের বড় এই চক্রটি আফগানিস্তান, ইউরোপসহ ভারতের বেশ কিছু জায়গা থেকে তাঁদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

মাদক জব্দের এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সংশ্লিষ্টতা আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। 

আটক চারজন হলেন-আফগানিস্তানের নাগরিক হজরত আলী, কাশ্মীরের বাসিন্দা রিজওয়ান আহমেদ এবং পাঞ্জাবের গুরজত সিং ও গুরদ্বীপ সিং। বিষয়টি এনডিটিভিকে নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের বিশেষ শাখার কমিশনার নিরাজ ঠাকুর।

নিরাজ ঠাকুর বলেন, এই চক্রের সদস্যরা আফগানিস্তান, ভারত ও ইউরোপে কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

পুলিশ জানিয়েছে, জব্দ তালিকায় হেরোইন তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি রাসায়নিক দ্রব্যও রয়েছে। এসব দ্রব্য পাঞ্জাবে পাঠানো হচ্ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মাদকের এই চালানটি আফগানিস্তান থেকে এসেছে। ইরানের চাবাহার বন্দর থেকে ভারতের জওহরলাল নেহরু বন্দর ব্যবহার করে বস্তা ও কার্টনের ভেতর লুকিয়ে এসব মাদক মহারাষ্ট্রের মুম্বাইতে পাঠানো হয়। 
 
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়াজাত করার জন্য মাদকের কাঁচামাল মধ্যপ্রদেশের কাছে শিবপুরের একটি কারখানায় পাঠানো হয়। সেখানে আফগান বিশেষজ্ঞদের সহায়তায় হেরোইন তৈরি করা হয়। পুরো প্রক্রিয়া শেষে এই মাদক দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু, কাশ্মীরসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রি করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন বলেন, এই মাদকচক্রের মূল রয়েছেন নবপ্রিত সিং নামের এক ব্যক্তি। তিনি পর্তুগাল থেকে কার্যক্রম পরিচালনা করেন। 

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে সমুদ্রপথে ইরান থেকে মুম্বাইয়ে পাচারের সময় ২৮৩ কেজি হেরোইন জব্দ করেছিল রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। যার বাজারমূল্য ছিল ২০ হাজার কোটি রুপি। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি