হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারত থেকে বাদ!

কলকাতা প্রতিনিধি

করোনা বিষয়ক তথ্য সংক্রান্ত মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা স্বতন্ত্র অঞ্চল হিসেবে দেখিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। সম্প্রতি ডব্লিউএইচওর ওয়েবসাইটে প্রকাশিত ওই মানচিত্রে ভারতকে অনেকটা নীল ধরনের রঙে চিহ্নিত করা হলেও, জম্মু-কাশ্মীর ও লাদাখকে চিহ্নিত করা হয়েছে ধূসর রঙে। আকসাই চীনকেও ধূসর ও নীল রঙে চিহ্নিত করা হয়েছে। এর আগে, টুইটারে জম্মু-কাশ্মীরকে আলাদা অঞ্চল হিসেবে তুলে ধরা হয়।

মানচিত্রে অরুণাচল প্রদেশকেও অন্য রঙে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শান্তনু সেন। গতকাল ভারতের জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে বিষয়টি সামনে আনেন তিনি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, জাতিসংঘের নির্দেশনা মেনেই এই মানচিত্র প্রকাশ করা হয়েছে।

তৃণমূল সাংসদ শান্তনু আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত থেকে বিচ্ছিন্ন করে দেখানো হচ্ছে ভারতেরই অঙ্গরাজ্যকে। এটি অত্যন্ত গুরুতর বিষয়। মোদি সরকারের উচিত বিষয়টি নিয়ে অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলা।’ সংসদ অধিবেশনেও বিষয়টি তুলে ধরা হবে জানিয়ে শান্তনু অভিযোগ করে বলেন, ‘বিজেপির হাতে দেশ মোটেই সুরক্ষিত নয়। চীন বা পাকিস্তান নিয়ে সরকারের নরম মনোভাব সেটাই প্রমাণ করে।’ 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার