ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে করোনা সংক্রমণ ও মৃত্যু কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। মাত্র একদিন আগেই সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমে এলেও গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার মানুষ। একই সময়ের মধ্যে মারা গেছে ৪ হাজার ১৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ করোনা পরীক্ষা করা হয়েছে। ২২ লাখ ১৭ হাজার ৩২০ জনের দেহে করোনা পরীক্ষা হয়েছে।
উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৬ কোটি ৮৫ লাখ ২ হাজার ৯৪২ জন মানুষ এবং মারা গেছেন মোট ৩৪ লাখ ৯৯ হাজার ৯১৭ জন।