হোম > বিশ্ব > ভারত

ধর্ষণের পর ক্যামেরার সামনে নগ্ন করে ঘোরানো হলো দুই নারীকে

ভারতের মণিপুর রাজ্যে ধর্ষণের পর ক্যামেরার সামনে নগ্ন করে ঘোরানো হয়েছে দুই নারীকে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনায় ভারতজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের বিচারের দাবিও উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আদিবাসী অধিকার গোষ্ঠী ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম (আইটিএলএফ) জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৪ মে। ঘটনাস্থল রাজ্যের রাজধানী ইমফল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায়। ঘটনার দিন, একটি মাঠে দুই নারীকে ধর্ষণের পর তাদের নগ্ন করে ঘোরানো হয়।

ঘৃণ্য এই ঘটনার মাত্র একদিন আগে মণিপুরের কুকি আদিবাসী জনগোষ্ঠী এবং স্থানীয় সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত শুরু হয়। মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি উপজাতি হিসেবে ঘোষণার জের ধরে এই সংঘর্ষ শুরু হয়। 
 
কুকি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা আইটিএলএফ এক বিবৃতিতে জানিয়েছে, ধর্ষণের শিকার দুই নারীই কুকি জনগোষ্ঠীর। বিবৃতিতে বলা হয়েছে, ‘যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একদল মেইতেই দুই কুকি-জো উপজাতির নারীকে নগ্ন অবস্থায় একটি ধানখেতে নিয়ে ধর্ষণের পর ঘুরিয়ে নিয়ে বেড়িয়েছে। কাংপোকপি জেলায় ৪ মে ঘটে যাওয়া ওই ঘৃণ্য দৃশ্যে দেখা যায়, মেইতেই পুরুষেরা ক্রমাগত অসহায় ও ক্রন্দনরত নারীদের শ্লীলতাহানি করছে। তারা বারবার তাদের ছেড়ে দেওয়ার জন্য অপহরণকারীদের কাছে আবেদন জানিয়েছে।’ 

আইটিএলএফ আরও বলেছে, ‘এই নিরপরাধ নারীরা যে ভয়ংকর অগ্নিপরীক্ষার শিকার হয়েছে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছে অপরাধীরা। ভারতের জাতীয় নারী কমিশন এবং তফসিলি জাতির জাতীয় কমিশনের কাছে ঘটনার বিচারের দাবি জানিয়েছে আইটিএলএফ। 

মণিপুর পুলিশ এখনো এই বিষয়ে কিছু জানায়নি। এমনকি ঘটনার পর প্রায় দুই মাস পেরিয়ে যাওয়ার কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা কোনো মামলা করা হয়েছে কিনা সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার