হোম > বিশ্ব > ভারত

ঘুরতে গিয়ে হৃদ্‌রোগে স্বামীর মৃত্যু, সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

বিয়ের মাস তিনেক পর চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন এক নবদম্পতি। সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ২৫ বছর বয়সী স্বামী। সেই স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ২৪ ঘণ্টার মধ্যেই ৭ তলা ভবন থেকে লাফ দিয়ে মারা গেছেন স্ত্রীও। গতকাল সোমবার ভারতের রাজধানী দিল্লিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৩০ নভেম্বর তাঁদের বিয়ে হয় দিল্লির গাজিয়াবাদের অভিষেক আহলুওয়ালিয়া-অঞ্জলি দম্পতির। ভালোই চলছিল তাঁদের নতুন দাম্পত্য জীবন। সোমবার চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। চিড়িয়াখানায় যাওয়ার পর অভিষেক হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন, পরে তাঁর স্ত্রী সহযোগিতার জন্য বন্ধুকে ফোন করেন। বন্ধু এবং এক ব্যক্তি এসে তাঁর স্বামীকে গুরু তেজ বাহাদুর হাসপাতালে নিয়ে যান। 

পরবর্তীতে সেখান থেকে সাফদারজং হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অভিষেকের মৃত্যু হয় বলে দাবি চিকিৎসকদের। পরে এদিন রাত নয়টার দিকে অভিষেকের মরদেহ বাড়িতে নেওয়া হয়। 

অভিষেকের আত্মীয় ববিতা বলেন, মরদেহ বাড়িতে নিয়ে আসার পরই কান্নায় ভেঙে পড়েন অঞ্জলি। এরপরই হঠাৎ করে সে বেলকনির দিকে দৌড়ে যায়, সে লাফ দেবে বুঝতে পেরে আমিও তাঁকে থামাতে যাই। কিন্তু তার আগেই সে লাফিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আজ সকালে মারা যায়। 

সঞ্জীব নামে আরেক আত্মীয় বলেন, ‘অভিষেককে প্রথমে চিড়িয়াখানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা অভিষেককে সফদরজংয়ে নিয়ে যেতে বলেছিল। আমিও সেখানে যাই ও ডাক্তারের সঙ্গে কথা বলি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু বাঁচাতে পারেনি।’ 

এনডিটিভি আরও জানিয়েছে, ২৫ বছর-বয়সীর এই যুবকের মর্মান্তিক মৃত্যু আবারও তরুণ ও প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার উদ্বেগ বাড়িয়েছে। গত কয়েক বছরে ভারতে গুজরাটি নৃত্যানুষ্ঠান গরবা থেকে শুরু করে বিয়ের শোভাযাত্রা ও ব্যায়ামাগারে তরুণদের হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ