হোম > বিশ্ব > ভারত

ঘুরতে গিয়ে হৃদ্‌রোগে স্বামীর মৃত্যু, সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

বিয়ের মাস তিনেক পর চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন এক নবদম্পতি। সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ২৫ বছর বয়সী স্বামী। সেই স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ২৪ ঘণ্টার মধ্যেই ৭ তলা ভবন থেকে লাফ দিয়ে মারা গেছেন স্ত্রীও। গতকাল সোমবার ভারতের রাজধানী দিল্লিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৩০ নভেম্বর তাঁদের বিয়ে হয় দিল্লির গাজিয়াবাদের অভিষেক আহলুওয়ালিয়া-অঞ্জলি দম্পতির। ভালোই চলছিল তাঁদের নতুন দাম্পত্য জীবন। সোমবার চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। চিড়িয়াখানায় যাওয়ার পর অভিষেক হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন, পরে তাঁর স্ত্রী সহযোগিতার জন্য বন্ধুকে ফোন করেন। বন্ধু এবং এক ব্যক্তি এসে তাঁর স্বামীকে গুরু তেজ বাহাদুর হাসপাতালে নিয়ে যান। 

পরবর্তীতে সেখান থেকে সাফদারজং হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অভিষেকের মৃত্যু হয় বলে দাবি চিকিৎসকদের। পরে এদিন রাত নয়টার দিকে অভিষেকের মরদেহ বাড়িতে নেওয়া হয়। 

অভিষেকের আত্মীয় ববিতা বলেন, মরদেহ বাড়িতে নিয়ে আসার পরই কান্নায় ভেঙে পড়েন অঞ্জলি। এরপরই হঠাৎ করে সে বেলকনির দিকে দৌড়ে যায়, সে লাফ দেবে বুঝতে পেরে আমিও তাঁকে থামাতে যাই। কিন্তু তার আগেই সে লাফিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আজ সকালে মারা যায়। 

সঞ্জীব নামে আরেক আত্মীয় বলেন, ‘অভিষেককে প্রথমে চিড়িয়াখানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা অভিষেককে সফদরজংয়ে নিয়ে যেতে বলেছিল। আমিও সেখানে যাই ও ডাক্তারের সঙ্গে কথা বলি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু বাঁচাতে পারেনি।’ 

এনডিটিভি আরও জানিয়েছে, ২৫ বছর-বয়সীর এই যুবকের মর্মান্তিক মৃত্যু আবারও তরুণ ও প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার উদ্বেগ বাড়িয়েছে। গত কয়েক বছরে ভারতে গুজরাটি নৃত্যানুষ্ঠান গরবা থেকে শুরু করে বিয়ের শোভাযাত্রা ও ব্যায়ামাগারে তরুণদের হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে।

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার