গান বাজানো নিয়ে তর্কের জেরে কনেপক্ষের এক অতিথিকে গুলি করে হত্যা করেছেন বর। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের শাহপুর এলাকায়। আজ মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নিহত ওই ব্যক্তির নাম জাফর আলি।
ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট অতুল শ্রীবাস্তব বলেন, বিয়ের মিছিলে ডিজে গান বাজানো নিয়ে কয়েকজন আপত্তি জানালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বর ইফতিখার এসে গুলি চালান। এ সময় আহত হন জাফর আলি। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান আলি।
এরই মধ্যে পুলিশ ইফতিখারকে গ্রেপ্তার করেছে। ওই গ্রামের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।