হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় এয়ারলাইনসগুলো

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে ভারতের বিমান সংস্থাগুলোর ব্যয় বেড়ে যাবে। ছবি: সংগৃহীত

কাশ্মীরে হামলা নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় এয়ারলাইনসগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এতে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এরই মধ্যে যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে সতর্ক করেছে। এক্সে দেওয়া পোস্টে এ দুই বিমান সংস্থা জানিয়েছে, পরিবর্তিত রুটের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে। ফলে ‘বিকল্প দীর্ঘ পথ’ বেছে নিতে হবে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট এতে প্রভাবিত হতে পারে।

উভয় বিমান সংস্থাই এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সময় এবং সূচি পুনরায় যাচাই করার অনুরোধ করেছে।

এর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সমস্ত ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত এয়ারলাইনসের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

পেহেলগাম হামলার প্রাথমিক প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ভারত ভিসা স্থগিত এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরেই পাকিস্তানের পক্ষ থেকে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়।

চুক্তি স্থগিতের বিষয়ে—যার অধীনে পাকিস্তান তার নদীর পানির সরবরাহের আনুমানিক ৮০ শতাংশ পায়—ইসলামাবাদ বলেছে যে তাদের অধিকার ‘কেড়ে নেওয়ার’ যেকোনো চেষ্টাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসেবে দেখা হবে।

গত মঙ্গলবার বিকেলে জম্মু-কাশ্মীরে হামলায় পেহেলগামে বেসামরিক নাগরিক ও পর্যটকসহ ২৬ জন নিহত হন। গত কয়েক বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর এটি ভারতে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসী এবং তাদের মদদদাতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর প্রশাসন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ‘শনাক্ত এবং শাস্তি’ দেবে।

এর আগে প্রধানমন্ত্রী মোদি গত বুধবার ভোরে সৌদি আরবে সফর সংক্ষিপ্ত করে ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান।

এদিকে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে অজানা একটি সংগঠন কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় কর্তৃপক্ষ কয়েকজন বন্দুকধারীর স্কেচ প্রকাশ করেছে এবং তাদের ধরতে অভিযান চলছে। তবে হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি।

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়