আজ মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিএসএফ ও বিজিবির সমন্বয় বৈঠক। সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে আলোচনা করবেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। বৈঠক চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
সীমান্ত বৈঠকে যোগ দিতে আজ কলকাতায় আসছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চল যশোরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদীর নেতৃত্বে বাংলাদেশ সীমান্তরক্ষীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। বিএসএফের দক্ষিণ বঙ্গের মহাপরিদর্শক অনুরাগ গর্গের নেতৃত্বাধীন ১০ সদস্যের ভারতীয় রক্ষীদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।
সীমান্ত সম্মেলনে সীমান্ত ব্যবস্থাপনার জন্য পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আন্তসীমান্ত অপরাধের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা, অমীমাংসিত উন্নয়নমূলক কাজের বিষয়ে ঐকমত্য, অবৈধ সীমান্ত চলাচল রোধের ব্যবস্থা নিয়ে মতবিনিময় হবে।
উভয় পক্ষ একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়েও আলোচনা করবে। দিন ও রাতের সমন্বিত টহলও রয়েছে আলোচ্য সূচিতে। বিএসএফের তরফ থেকে বলা হয়েছে, সম্মেলনের উদ্দেশ্য সীমান্তের আধিপত্য উন্নত করা এবং উভয় দেশের স্বার্থে সীমান্তসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা। সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করাও এই সম্মেলনের লক্ষ্য।