হোম > বিশ্ব > ভারত

লোকসভায় রাহুল গান্ধীই হতে যাচ্ছেন বিরোধী দলনেতা

ভারতের জাতীয় কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এবার কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকেও সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হলো। মঙ্গলবার রাতে কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার বিষয়ে কংগ্রেস পার্টির সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার আপাত দায়িত্বপ্রাপ্ত স্পিকারকে চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন ভেনুগোপাল। 

ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গত ৮ জুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক। সেখানেই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়। এবার কংগ্রেসের সঙ্গে বিরোধী জোটে থাকা তৃণমূল, সমাজবাদী পার্টি সহ অন্যান্য দলের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। 

এবারের লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনাড ও উত্তরপ্রদেশের রায়বেরেলি—দুটি আসন থেকেই তিন লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাহুল গান্ধী। পাশাপাশি অনেক প্রতিকূলতার মধ্যেও এবার একক দল হিসেবে ৯৯টি আসন পেয়ে ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল হিসেবে অবস্থান সুসংহত করেছে কংগ্রেস। এমন পরিস্থিতিতে রাহুলই যে বিরোধী দলনেতা হচ্ছেন, সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার