হোম > বিশ্ব > ভারত

ভারতের প্রধানমন্ত্রী হবেন খাড়গে বা রাহুল: শশী থারুর

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিরোধীদলীয় জোট ইন্ডিয়া ক্ষমতায় এলে কংগ্রেসের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গে অথবা সাবেক সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন। এমনটাই মনে করেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ও শীর্ষ নেতা শশী থারুর। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যের ট্রিবান্ডাম বা তিরুবনন্তপুরমে ভারত ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে গতকাল সোমবার প্রসঙ্গক্রমে শশী থারুর এ কথা বলেন। শশী থারুর আশা প্রকাশ করেন, ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর একটি দারুণ জোট ইন্ডিয়া। আর তাই ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীরা জয়লাভ করতে পারে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনে বিজেপি বিশাল ব্যবধানে পরাজিত হবে। 

নির্বাচনের পরের পরিস্থিতি কেমন হতে পারে—এমন একটি প্রশ্নের জবাবে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা বলেন, ‘আমি মনে করি, জোটে একাধিক অংশীদার থাকায় ফলাফল প্রকাশ হওয়ার পরপরই প্রধানমন্ত্রী বাছাই করার জন্য দলগুলোর নেতাদের বসতে হবে। তবে আমার অনুমান, কংগ্রেস থেকে কেউ নির্বাচিত হলে সেটি হয় জনাব খাড়গে হবেন—এমনটা হলে তিনিই হবেন ভারতের প্রথম দলিত প্রধানমন্ত্রী—নয়তো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন।’ 

কংগ্রেসের বিগত সরকারে শশী থারুর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। রাজনীতিতে আসার আগে শশী থারুর আমলা, কূটনীতিবিদ হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছেন। ইতিহাসে তাঁর দখল দুর্দান্ত। 

এর আগে চলতি বছরের ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে ভারতে বিজেপিবিরোধী জোট গঠন করে দুই ডজনেরও বেশি বিরোধী রাজনৈতিক দল। জোটের নাম দেওয়া হয় ‘ইন্ডিয়া—আইএনডিআইএ’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। জোটে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, বিহারে ক্ষমতাসীন জনতা দল, তামিলনাড়ুর দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম, দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিও শরিক হয়েছে।

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা