হোম > বিশ্ব > ভারত

এনআরসির পক্ষে প্রস্তাব পাস মণিপুর বিধানসভায়

কলকাতা প্রতিনিধি

ভারতের মণিপুর রাজ্যে ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন বা জাতীয় নাগরিক পঞ্জীকরণের (এনআরসি) পক্ষে এক প্রস্তাব পাস হয়েছে। গতকাল শুক্রবার মণিপুরের বিধানসভায় এনআরসির পক্ষে সর্বসম্মতি ক্রমে প্রস্তাবটি পাস হয়। 

বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মনে করেন, বেআইনি অনুপ্রবেশ বেড়েছে। তাই নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া জরুরি। তবে মিয়ানমার ও আসাম সীমান্তবর্তী রাজ্যটিতে এনআরসি প্রক্রিয়া শুরু হলে বাঙালিদের সমস্যা বাড়বে বলে মনে করেন আসামের ‘আমরা বাঙালি’ দলের নেতা সাধন পুরকায়স্থ। শনিবার তিনি অভিযোগ করে বলেন, ‘মণিপুরকেও বাঙালি শূন্য করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।’ 

ভারতীয় সুপ্রিম কোর্টের সরাসরি নজরদারিতে ২০১৯ সালের ৩১ আগস্ট ভারতের একমাত্র রাজ্য হিসেবে আসামে প্রকাশিত হয় এনআরসির প্রথম চূড়ান্ত তালিকা। সেই তালিকায় সাড়ে তিন কোটি আবেদনকারীর মধ্যে ১৯ লাখেরও বেশি মানুষের নাম বাদ যায় চূড়ান্ত নাগরিক তালিকায়। এনআরসি প্রক্রিয়া চলাকালে বহু মানুষ আত্মঘাতী হন। তালিকা প্রকাশের পরও একই ছবি দেখা যায়। বাঙালিরাই বেশি নাগরিক-হয়রানির শিকার হন। কিন্তু সেই এনআরসি তালিকা আজও গ্রহণ করেনি সরকার। 

এই অবস্থায় মণিপুর নতুন করে এনআরসি প্রক্রিয়া চালু করতে চায়। রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হওয়ায় বাঙালিরা উদ্বিগ্ন। 

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার