হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানের আকাশসীমা বন্ধ: খরচ অনেক বেড়েছে ভারতীয় এয়ারলাইনসগুলোর

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অন্যদিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।

ভারতের নানা কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় এয়ারলাইনসের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপের কারণে উত্তর আমেরিকা থেকে ভারতে আসা ফ্লাইটগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। উদাহরণস্বরূপ, সান ফ্রান্সিসকো থেকে দিল্লির ফ্লাইটে প্রায় সাড়ে চার ঘণ্টা বেশি সময় লাগছে।

বিশ্বব্যাপী বিমান চলাচল ট্র্যাকার সংস্থা ফ্লাইটর‍্যাডার২৪-এর ব্লগ অনুযায়ী, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারার কারণে দিল্লি থেকে উত্তর আমেরিকার শহরগুলোতে যেতে হলে মাঝপথে জ্বালানি ভরতে হচ্ছে। এয়ার ইন্ডিয়া ভিয়েনা ও কোপেনহেগেনে রিফুয়েলিংয়ের (জ্বালানি নেওয়া) জন্য থামছে।

দূরত্ব বেড়ে যাওয়া এবং রিফুয়েলিংয়ের জন্য বিরতি দেওয়ার কারণে এয়ারলাইনগুলোর খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এই বাড়তি খরচের বোঝা যাত্রীদের ঘাড়েও পড়বে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ওয়েবসাইটটি জানিয়েছে, দিল্লি থেকে শিকাগোর এআই ১২৭ ফ্লাইটটি আগে পাকিস্তানের আকাশসীমা দিয়ে যেত। তখন ১২ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব যেতে ১৪ ঘণ্টা ৪৭ মিনিট লাগত। এখন পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার কারণে প্রায় ১৫ হাজার কিলোমিটার যেতে হচ্ছে এবং এতে সময় লাগছে ১৯ ঘণ্টার বেশি।

কিছু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট উত্তর আমেরিকা থেকে ভারতে আসার সময় ভিয়েনা বা কোপেনহেগেনে থামছে। সান ফ্রান্সিসকো থেকে দিল্লিগামী এআই ১৭৪ ফ্লাইটটি আগে ১৫ ঘণ্টা ২৫ মিনিটে সরাসরি পৌঁছে যেত। এখন ভিয়েনায় থামার কারণে ২০ ঘণ্টার বেশি সময় লাগছে।

ব্লগটিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক ফ্লাইটগুলোও প্রভাবিত হচ্ছে। ইনডিগো ৬ই১৮০৬ ফ্লাইটটি আগে দিল্লি থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে যেতে ২ ঘণ্টা ১৮ মিনিট লাগত, এখন সেটির ইরান ও তুর্কমেনিস্তানের ওপর দিয়ে যেতে ৫ ঘণ্টা ৩০ মিনিট লাগছে।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্স হ্যান্ডলে এক পোস্টে জানিয়েছে, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আসা কিছু ফ্লাইটের জন্য অন্য পথ ধরতে হবে।

ইনডিগো একটি ভ্রমণ নির্দেশিকায় জানিয়েছে, পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ায় তাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইট প্রভাবিত হয়েছে।

এদিকে পেহেলগামে হামলার পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি জানান, পাকিস্তানি নাগরিকেরা সার্ক ভিসা ছাড়া প্রকল্পের অধীনে ভারতে আসতে পারবেন না।

এর আগে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়েছে এবং আটারি চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য পদক্ষেপের মধ্যে পাকিস্তান হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বিপরীতে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় এয়ারলাইনসের জন্য বন্ধ করে দিয়েছে। তারা দ্বিপক্ষীয় চুক্তিগুলো স্থগিত করেছে এবং সার্ক ভিসা ছাড় প্রকল্পও বাতিল করেছে। শুধু শিখ তীর্থযাত্রীদের জন্য ভিসা ছাড় দেওয়া হয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা