হোম > বিশ্ব > ভারত

নির্বিঘ্নে জম্মু-কাশ্মীর সফর মোদির 

কলকাতা প্রতিনিধি

জঙ্গিদের হুমকি উপেক্ষা করে নির্বিঘ্নে জম্মু–কাশ্মীর সফর শেষ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার সকালে মোদির সমাবেশস্থল থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের লালিয়ানা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই বিস্ফোরণের সঙ্গে মোদির সফরের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ভারতের গোয়েন্দারা। 

এর আগে, গত শুক্রবারও ভারতের আধা সামরিক বাহিনীর সৈন্য বহনকারী একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। হামলায় এক নিরাপত্তারক্ষী প্রাণ হারান। এই ঘটনার পর স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরণের সঙ্গে জড়িত দুই জঙ্গিকে হত্যা করে। 

জম্মু–কাশ্মীরের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরে বিঘ্ন ঘটাতে অনেক চেষ্টা করেছে জঙ্গিরা। কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।’ 

২০১৯ সালে জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম সেখানে আনুষ্ঠানিক সফরে গিয়েছিলেন মোদি। এর আগে, অবশ্য দেশটির সেনা–জওয়ানদের সঙ্গে কুচকাওয়াজে যোগ দিতে জম্মু–কাশ্মীর গিয়েছিলেন তিনি। তবে প্রকাশ্য জনসভা রোববারই প্রথম। 

মোদীর সমাবেশস্থলকে কেন্দ্র করে নেওয়া হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশে প্রায় ১০ হাজার গ্রামীণ পঞ্চায়েত প্রতিনিধি অংশ নেন। 

এদিকে, রোববার রোববার ভোর সাড়ে ৪টার দিকে নরেন্দ্র মোদির জম্মু-কাশ্মীর সফরের দিনে সভাস্থল থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে। জম্মু পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট চন্দন কোহলি বলেন, ‘জম্মুর লালিয়ানা গ্রামে এক বিস্ফোরণে বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, উল্কাপাত বা বজ্রপাতের কারণে এ গর্ত তৈরি হয়েছে।’ 

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার