যুদ্ধ জয়ের ক্ষেত্রে কেবল উন্নত ও ব্যয়বহুল অস্ত্রই জরুরি নয়। প্রয়োজন সঠিক কৌশল ও অস্ত্রের সঠিক প্রয়োগ। সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করে যুদ্ধের ক্ষেত্রে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল অনন্য নজির। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার দিল্লিতে পিসি লাল স্মারক বক্তৃতায় এ কথা বলেছেন।
একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধজয় এক কথায় অসাধারণ—এ কথা উল্লেখ করে রাজনাথ সিং তাঁর বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধ সরকার ও সশস্ত্রবাহিনীর সমন্বয়ে যুদ্ধ জয়ের সবচেয়ে অনন্য উদাহরণ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে; কেবল সশস্ত্র বাহিনীর জন্যই নয়, জাতীয় নিরাপত্তার ইতিহাসেও।’
রাজনাথ সিংহ আরও বলেন, ‘যুদ্ধ জয়ের ক্ষেত্রে কেবল উন্নত ও ব্যয়বহুল অস্ত্রই জরুরি নয়। প্রয়োজন সঠিক কৌশল ও অস্ত্রের সঠিক প্রয়োগ।’
এ সময় অনুষ্ঠানে তাঁর সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌহারিও উপস্থিত ছিলেন।