হোম > বিশ্ব > ভারত

রিল বানাতে গিয়ে যমুনায় তলিয়ে গেল ৬ কিশোরী

আজকের পত্রিকা ডেস্ক­

তলিয়ে যাওয়ার আগ মুহূর্তে। ছবি: এনডিটিভি

উত্তর ভারতের তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৬ কিশোরীর। মঙ্গলবার দুপুরে আগ্রার সিকান্দ্রা থানা এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর ধারে খেলতে খেলতে মোবাইলে ভিডিও রেকর্ড করছিল মেয়েরা। এরপর ধীরে ধীরে পানিতে নামলে হঠাৎ স্রোতের টানে তলিয়ে যায় তারা।

আজ বুধবার ভারতীয় এনডিটিভি জানিয়েছে, প্রথমে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসার সময় তারাও মারা যায়। নিহত ছয়জনই একটি বর্ধিত পরিবারের সদস্য এবং একই গ্রামে বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা কাছের এক ক্ষেতে কাজ করে নদীর ধারে আসে এবং অতিরিক্ত গরম থেকে বাঁচতে পানিতে নামে।

কিশোরীদের এক আত্মীয় বলেছেন, ‘নদীর ধারে আমাদের খামার আছে। গরমে একটু জলে নামতেই গিয়েছিল। ভাবতেও পারিনি এমন ভয়ংকর কিছু ঘটে যাবে।’

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। শোকার্ত পরিবার ও গ্রামবাসী হাসপাতাল ও ময়নাতদন্ত কেন্দ্রে জড়ো হন। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তে পাঠান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি