হোম > বিশ্ব > ভারত

সীমান্ত অতিক্রম করায় বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তান সীমান্তে ভারতীয় বিএসএফ। ছবি: পিটিআই

পাঞ্জাবের ফিরোজপুর সেক্টর দিয়ে সীমান্ত অতিক্রম করায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে পাকিস্তানের সীমান্তরক্ষীরা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল বুধবার আটক ওই বিএসএফ জওয়ানের নাম পি কে সিং। তিনি বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নে কনস্টেবল পদে ছিলেন।

সীমান্তবর্তী একটি কৃষিজমির কাছাকাছি দায়িত্ব পালন করছিলেন ওই ভারতীয় জওয়ান। এ সময় ভারতের সীমান্ত বেড়া অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন তিনি। পরে পাকিস্তান রেঞ্জারস সদস্যরা তাঁকে আটক করে।

এই ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জওয়ানকে মুক্ত করার পদক্ষেপ নিয়ে কাজ শুরু করেন।

এ ধরনের অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রম নিরাপত্তাকর্মী কিংবা সাধারণ নাগরিকদের মধ্যে প্রায় সময়ই ঘটে। সাধারণত এমন হলে পতাকা বৈঠকের মাধ্যমে যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত পাঠানো হয়। কিন্তু হঠাৎ করেই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় এই উত্তেজনার সূত্রপাত হয়েছে। এ অবস্থায় সীমান্ত অতিক্রমের মতো সাধারণ ঘটনাও এখন বিশেষ সংবেদনশীলতায় বিবেচিত হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আটক বিএসএফ সদস্যকে এখনো মুক্তি দেয়নি পাকিস্তান।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু