হোম > বিশ্ব > ভারত

বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীর তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

আজকের পত্রিকা ডেস্ক­

গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনার পর গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, বিধ্বস্ত বিমানটিতে ছিলেন গুজরাট রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। বিমানটিতে ১২ নম্বর আসনে ছিলেন তিনি।

বিজয় রুপানির ঘনিষ্ঠ প্রশান্ত বালা পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে জানিয়েছেন, তিনি নিজেই বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও উঠেছিলেন বিজয়। তবে তিনি বিমানে উঠেছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর খোঁজ চলছে।

২০১৬ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রুপানি। ২০২২ সালের নির্বাচনের আগে পদত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি টেক-অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে শতাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরাওয়ালের কমান্ডে ছিল। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। যাত্রীদের মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, সাত পর্তুগিজ ও একজন কানাডিয়ান ছিলেন।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর