হোম > অপরাধ > ভারত

ব্যাগে ৪ বছরের সন্তানের লাশ, ভারতে এআই প্রতিষ্ঠানের প্রধান গ্রেপ্তার

সন্তান হত্যার অভিযোগে ভারতে এআই প্রতিষ্ঠানের প্রধান এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশ বলে, অভিযুক্ত নারীর ব্যাগ থেকে তাঁর চার বছর বয়সী সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত নারী সূচনা শেঠ ভারতের বেঙ্গালুরুর প্রযুক্তি প্রতিষ্ঠান দ্য মাইন্ডফুল এআই ল্যাবের সিইও। পার্শ্ববর্তী গোয়া রাজ্য থেকে ট্যাক্সি করে ফেরত আসার সময় তাঁর ব্যাগে লাশ পাওয়া গেলে তাঁকে ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় আটক করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে শেঠের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ বলছে, তাঁর কোনো আইনজীবী আছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর কোম্পানির কর্মীদের কাছ থেকেও এ বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। 

গোয়ার পুলিশ পরিদর্শক পরেশ নায়েক বলেন, গত শনিবার (৬ ডিসেম্বর) শেঠ তাঁর ছেলের সঙ্গে গোয়ার একটি হোটেলে যান। গত সোমবার (৮ জানুয়ারি) রাতে ছেলে ছাড়াই তিনি হোটেল থেকে বের হন। 

নায়েক বলেন, শেঠ কামরা থেকে বের হওয়ার পর হোটেলের কর্মীরা সেখানে রক্তের ছাপ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ তখন মোবাইল ফোনের মাধ্যমে ট্যাক্সিচালকের সঙ্গে যোগাযোগ করে এবং শেঠকে নিকটস্থ থানায় নিয়ে যেতে বলে।

উত্তর গোয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট নিধিন বলসান সাংবাদিকদের জানান, তাঁর (শেঠ) ব্যাগ খোলার পরই শিশুটির লাশ পাওয়া যায়। 

বলসান বলেন, গোয়া পুলিশ শেঠকে রাজ্যে ফিরিয়ে এনেছে। তাঁর স্বামী ইন্দোনেশিয়ায় আছেন, তাঁকেও দেশে আসতে বলা হয়েছে। 

শেঠের স্বামী বা পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বার্তা সংস্থা এএনআই বলছে, স্থানীয় আদালত পুলিশ হেফাজতে তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

পুতিনের নৈশভোজে যোগ দেবেন শশী থারুর, আমন্ত্রণ পাননি রাহুল

পুতিনের হাতে ভগবদ্গীতা তুলে দিলেন মোদি

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা