করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় আবারো রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন করোনা রোগী। ভারতে করোনার ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনার মারা গেছেন দুই লাখ চার হাজার ৮৩২ জন।
রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।
এদিন করোনায় বিপর্যস্ত ভারতের বিপদে পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নিউজিল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ।