হোম > বিশ্ব > ভারত

প্রেমিককে বিএমডব্লিউ ও জমি দিতে না পারায় ভাঙল ডাক্তারের বিয়ে, ‘অপমানে’ আত্মহত্যা

মানুষ যখন পছন্দের মানুষকে বিয়ে করে, তখন সাধারণত যৌতুকের মতো ঘৃণ্য বিষয়টি খুব একটা সামনে আসে না। কিন্তু ভারতের কেরালায় সম্প্রতি প্রেমিকের দাবিমতো বিএমডব্লিউ গাড়ি, জমি ও সোনার গয়না দিতে না পারায় বিয়ে ভেঙে দিয়েছে। সেই অপমানে, ক্ষোভে আত্মহত্যা করেছেন ডাক্তার কনে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। আত্মহত্যা করা ওই ডাক্তারের নাম শাহানা। তিনি তিরুবনন্তপুরমের একটি সরকারি মেডিকেল কলেজ থেকে সার্জারির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ তাঁর মৃত্যুর তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পুলিশ এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা ও যৌতুকবিরোধী আইনে মামলা দায়ের করেছে। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাবাহারা ডাক্তার শাহানা তাঁর মা ও দুই ভাইবোনের সঙ্গে থাকতেন। তিনি বেশ কয়েক বছর ধরেই ডাক্তার ইএ রুয়াইসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাঁরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রেমিক তথা পাত্রপক্ষ যৌতুক দাবি করায় বিয়ে ভেঙে যায়। 

শাহানার পরিবারের দাবি, রুয়াইসের পরিবার শাহানার পরিবারের কাছ থেকে ১৫০ গোল্ড সভরেইন বন্ড, একটি বিএমডব্লিউ গাড়ি ও ১৫ একর জমি দাবি করেছিল যৌতুক হিসেবে। কিন্তু শাহানার পরিবার যৌতুকের দাবি মেটানোয় অপারগতা প্রকাশ করলে বরের পরিবার বিয়ে ভেঙে দেয়। 

শাহানার পরিবারের আরও দাবি, বিয়ে ভেঙে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শাহানা। অপমানে তিনি নিজের প্রাণ নিয়ে নেন। আত্মহত্যার আগে একটি নোটে শাহানা লিখে যান, ‘সবাই কেবল টাকাই চায়।’ এই নোট তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মাতৃভূমি।

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত