হোম > বিশ্ব > ভারত

প্রেমিককে বিএমডব্লিউ ও জমি দিতে না পারায় ভাঙল ডাক্তারের বিয়ে, ‘অপমানে’ আত্মহত্যা

মানুষ যখন পছন্দের মানুষকে বিয়ে করে, তখন সাধারণত যৌতুকের মতো ঘৃণ্য বিষয়টি খুব একটা সামনে আসে না। কিন্তু ভারতের কেরালায় সম্প্রতি প্রেমিকের দাবিমতো বিএমডব্লিউ গাড়ি, জমি ও সোনার গয়না দিতে না পারায় বিয়ে ভেঙে দিয়েছে। সেই অপমানে, ক্ষোভে আত্মহত্যা করেছেন ডাক্তার কনে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। আত্মহত্যা করা ওই ডাক্তারের নাম শাহানা। তিনি তিরুবনন্তপুরমের একটি সরকারি মেডিকেল কলেজ থেকে সার্জারির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ তাঁর মৃত্যুর তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পুলিশ এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা ও যৌতুকবিরোধী আইনে মামলা দায়ের করেছে। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাবাহারা ডাক্তার শাহানা তাঁর মা ও দুই ভাইবোনের সঙ্গে থাকতেন। তিনি বেশ কয়েক বছর ধরেই ডাক্তার ইএ রুয়াইসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাঁরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রেমিক তথা পাত্রপক্ষ যৌতুক দাবি করায় বিয়ে ভেঙে যায়। 

শাহানার পরিবারের দাবি, রুয়াইসের পরিবার শাহানার পরিবারের কাছ থেকে ১৫০ গোল্ড সভরেইন বন্ড, একটি বিএমডব্লিউ গাড়ি ও ১৫ একর জমি দাবি করেছিল যৌতুক হিসেবে। কিন্তু শাহানার পরিবার যৌতুকের দাবি মেটানোয় অপারগতা প্রকাশ করলে বরের পরিবার বিয়ে ভেঙে দেয়। 

শাহানার পরিবারের আরও দাবি, বিয়ে ভেঙে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শাহানা। অপমানে তিনি নিজের প্রাণ নিয়ে নেন। আত্মহত্যার আগে একটি নোটে শাহানা লিখে যান, ‘সবাই কেবল টাকাই চায়।’ এই নোট তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মাতৃভূমি।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি