হোম > বিশ্ব > ভারত

মেডিকেল হোস্টেলের ছাদে পাওয়া গেল বিধ্বস্ত উড়োজাহাজের ‘ব্ল্যাক বক্স’

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে গতকাল বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের যে হোস্টেলের ওপর বিমানটি আছড়ে পড়েছিল, সেই হোস্টেলের ছাদে পড়ে ছিল গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ডকারী এই যন্ত্র।

এনডিটিভি জানিয়েছে, ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (এএআইবি) একটি বড় দল ও গুজরাট সরকারের ৪০ জন কর্মীর সহায়তায় ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার, অর্থাৎ ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া যায়।

ব্ল্যাক বক্স বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের কার্যকারিতা ও ককপিটে পাইলটদের মধ্যে কথোপকথনসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। এটি স্টিল ও টাইটানিয়ামের মতো টেকসই ধাতু দিয়ে তৈরি এবং ভয়াবহ তাপ, পানি ও আঘাত সহ্য করতে পারে। এতে দুটি প্রধান অংশ থাকে। এর একটি বিমানের প্রযুক্তিগত ডেটা সংরক্ষণ করে, আর অন্য অংশটি ককপিটের অডিও ও পাইলটদের কথোপকথন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ ধারণ করে।

যন্ত্রটিকে ‘ব্ল্যাক বক্স’ বলা হলেও এটি সাধারণত উজ্জ্বল কমলা রঙের হয়, যেন ধ্বংসাবশেষের মধ্যে সহজেই শনাক্ত করা যায়।

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ওই বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে শুধু একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রাণে বেঁচে গেছেন।

এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখর জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল পৌঁছেছে। তিনি বলেন, ‘প্রশিক্ষিত তদন্তকারীরা আমাদের জানাবেন কীভাবে একটি সাধারণ ফ্লাইট এই ভয়াবহ বিপর্যয়ে পরিণত হলো।’

এই নির্দিষ্ট বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ১২ বছর আগে তৈরি হয়েছিল। আহমেদাবাদ বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমানটি স্বাভাবিকভাবেই রানওয়ে ধরে গতি নিচ্ছিল এবং উড্ডয়নের সময়ও কোনো অস্বাভাবিকতা ছিল না। তবে উড্ডয়নের পর বিমানটি প্রত্যাশিত উচ্চতা অর্জন করতে পারেনি। কিছুক্ষণ সমান্তরালভাবে ওড়ার পর এটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং শেষে একটি মেডিকেল কলেজের চিকিৎসকদের হোস্টেলে গিয়ে আছড়ে পড়ে।

এই ভয়াবহ দুর্ঘটনা ভারতের অন্যতম বড় বিমান বিপর্যয় হিসেবে চিহ্নিত হতে পারে। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণই এখন প্রকাশ করবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার