হোম > বিশ্ব > ভারত

মেডিকেল হোস্টেলের ছাদে পাওয়া গেল বিধ্বস্ত উড়োজাহাজের ‘ব্ল্যাক বক্স’

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে গতকাল বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের যে হোস্টেলের ওপর বিমানটি আছড়ে পড়েছিল, সেই হোস্টেলের ছাদে পড়ে ছিল গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ডকারী এই যন্ত্র।

এনডিটিভি জানিয়েছে, ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (এএআইবি) একটি বড় দল ও গুজরাট সরকারের ৪০ জন কর্মীর সহায়তায় ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার, অর্থাৎ ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া যায়।

ব্ল্যাক বক্স বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের কার্যকারিতা ও ককপিটে পাইলটদের মধ্যে কথোপকথনসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। এটি স্টিল ও টাইটানিয়ামের মতো টেকসই ধাতু দিয়ে তৈরি এবং ভয়াবহ তাপ, পানি ও আঘাত সহ্য করতে পারে। এতে দুটি প্রধান অংশ থাকে। এর একটি বিমানের প্রযুক্তিগত ডেটা সংরক্ষণ করে, আর অন্য অংশটি ককপিটের অডিও ও পাইলটদের কথোপকথন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ ধারণ করে।

যন্ত্রটিকে ‘ব্ল্যাক বক্স’ বলা হলেও এটি সাধারণত উজ্জ্বল কমলা রঙের হয়, যেন ধ্বংসাবশেষের মধ্যে সহজেই শনাক্ত করা যায়।

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ওই বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে শুধু একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রাণে বেঁচে গেছেন।

এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখর জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল পৌঁছেছে। তিনি বলেন, ‘প্রশিক্ষিত তদন্তকারীরা আমাদের জানাবেন কীভাবে একটি সাধারণ ফ্লাইট এই ভয়াবহ বিপর্যয়ে পরিণত হলো।’

এই নির্দিষ্ট বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ১২ বছর আগে তৈরি হয়েছিল। আহমেদাবাদ বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমানটি স্বাভাবিকভাবেই রানওয়ে ধরে গতি নিচ্ছিল এবং উড্ডয়নের সময়ও কোনো অস্বাভাবিকতা ছিল না। তবে উড্ডয়নের পর বিমানটি প্রত্যাশিত উচ্চতা অর্জন করতে পারেনি। কিছুক্ষণ সমান্তরালভাবে ওড়ার পর এটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং শেষে একটি মেডিকেল কলেজের চিকিৎসকদের হোস্টেলে গিয়ে আছড়ে পড়ে।

এই ভয়াবহ দুর্ঘটনা ভারতের অন্যতম বড় বিমান বিপর্যয় হিসেবে চিহ্নিত হতে পারে। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণই এখন প্রকাশ করবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ।

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার