হোম > বিশ্ব > ভারত

এ বছর ভারতে কোয়াডের বৈঠক অনিশ্চিত, তবু কার্যকর জোটের আশা মার্কিন দূতের 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভারতে কোনো বৈঠকে বসতে পারবেন না চার দেশের আঞ্চলিক জোট কোয়াডের নেতারা। এমনটাই জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এর অর্থ হলো, এ বছর ভারতে জোটের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার এক প্রকার অনিশ্চিত। তবে তিনি বলেছেন, ২০২৪ সাল শেষ হওয়ার আগেই কোয়াড জোট আরও বেশি ফলপ্রসূ হয়ে উঠবে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের জয়পুরে একটি সাহিত্য সম্মেলনে এরিক গারসেটি কোয়াড জোটভুক্ত অস্ট্রেলিয়া ও জাপানের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে এ কথা বলেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ের গঠিত হয়েছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জোট কোয়াড।

এরিক গারসেটি জানান, চলতি বছরে নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত থাকার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে ভারত সফর করা খুবই কঠিন হবে। এর আগে, ভারত দেশটির প্রজাতন্ত্র দিবসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল বাইডেনকে। কিন্তু বাইডেন সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন।

ভারতে কোয়াড জোটের সম্ভাব্য বৈঠকের ব্যাপারে এরিক গারসেটির কাছে জানতে চান সম্মেলনে উপস্থিত দ্য হিন্দুর প্রতিনিধি। জবাবে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, তাঁরা অবশ্যই বৈঠকে বসবেন। তবে এটি কেবল (মার্কিন প্রেসিডেন্ট) নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। উল্লেখ, চলতি বছরের নভেম্বরের শুরুর দিকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে।

এরিক গারসেটি আরও বলেন, ২০২৩ সালে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রী মোদির যুক্তরাষ্ট্র সফর, জি-২০ সম্মেলনের জন্য প্রেসিডেন্ট বাইডেনের ভারত সফর। মার্কিন মন্ত্রীদের জন্য ভারত এখন অন্যতম প্রধান গন্তব্য। এ সময় তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন চারবার ভারত সফর করেছেন।

এ সময় ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমাদের পারস্পরিক স্বার্থগুলো এগিয়ে নেওয়ার জন্য আমাদের আরও সময় দরকার এবং এই বিষয়টি বছর শেষে আমাদের আরও কার্যকর ফলাফল দেবে।’

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত