হোম > বিশ্ব > ভারত

বুলডোজার যখন অ্যাম্বুলেন্স! 

সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়েছিলেন এক ব্যক্তি। আশপাশে খোঁজ করে তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না। পরে গাড়ি বা অ্যাম্বুলেন্স না পেয়ে আহত ওই ব্যক্তিকে একটি বুলডোজারের সামনের ব্লেডের ভেতরে শুইয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাতনির। বিজেপি শাসিত এই রাজ্যটিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দও বেশ। ফলে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। এমনকি ভারতেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আহত মহেশ বর্মা নামের ওই ব্যক্তি প্রায় আধঘণ্টারও বেশি সময় মাটিতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা মহেশের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁরা আর অপেক্ষা না করে বুলডোজারে করেই হাসপাতালে নিয়ে যান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বর্মা কাতনির নিকটবর্তী গাইরতালার বাসিন্দা। তিনি মোটর বাইকে করে যাওয়ার সময় অপর আরেকটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। পরে স্থানীয়রা ৩০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা নামে এক বুলডোজারচালক তাঁর বুলডোজারে করেই মহেশকে নিয়ে হাসপাতালে যান।

পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা জানান, দুর্ঘটনাটি তাঁর দোকানের সামনেই ঘটে। দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না আসায় তিনিই তাঁকে বুলডোজারে করে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, ‘বর্মার একটি পা ভেঙে গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’ একটি বুলডোজারের সামনের ব্লেডের ভেতরে শুইয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাতনির। বিজেপি শাসিত এই রাজ্যটিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দও বেশ। ফলে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। এমনকি ভারতেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আহত মহেশ বর্মা নামের ওই ব্যক্তি প্রায় আধঘণ্টারও বেশি সময় মাটিতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা মহেশের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁরা আর অপেক্ষা না করে বুলডোজারে করেই হাসপাতালে নিয়ে যান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বর্মা কাতনির নিকটবর্তী গাইরতালার বাসিন্দা। তিনি মোটর বাইকে করে যাওয়ার সময় অপর আরেকটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। পরে স্থানীয়রা ৩০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা নামে এক বুলডোজারচালক তাঁর বুলডোজারে করেই মহেশকে নিয়ে হাসপাতালে যান।
 
পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা জানান, দুর্ঘটনাটি তাঁর দোকানের সামনেই ঘটে। দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না আসায় তিনিই তাঁকে বুলডোজারে করে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, ‘বর্মার একটি পা ভেঙে গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান