হোম > বিশ্ব > ভারত

গৃহপরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে বৃদ্ধের ‘হার্ট অ্যাটাক’, পলিথিনে প্যাঁচানো মরদেহ উদ্ধার 

গৃহপরিচারিকার সঙ্গে সংগমরত অবস্থায় বালাসুব্রামানিয়াম নামে ৬৭ বছরের এক ব্যবসায়ীর হার্ট অ্যাটাক হয়। সেই অবস্থায়ই মারা যান তিনি। পরে মৃত্যুর সঙ্গে পুলিশ তাঁর সম্পর্ক খুঁজে পেতে পারে এই ভয়ে ওই নারী তাঁর ভাই এবং স্বামীর সহায়তায় বালার মরদেহ গুম করে ফেলেন। ঘটনা ভারতের বেঙ্গালুরুর জেপি নগরের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশ জানিয়েছে বালাসুব্রামানিয়ামের মৃত্যুর পর নিজের স্বামী এবং ভাইকে ডাকেন ওই নারী। পরে তাঁরা তিনজন মিলে পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলেন বালার মরদেহকে। এবং এরপর মরদেহ জেপি নগরের একটি জনশূন্য জায়গায় ফেলে আসেন।

পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তির কল রেকর্ড ঘেঁটে জানা গেছে, ওই ব্যক্তি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ওই নারীর বাড়িতে যাতায়াত করেছেন। বালাসুব্রামানিয়ামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি তাঁর এনজিওগ্রাম করানো হয়েছে। ঘটনার দিন তিনি তাঁর ব্যক্তিগত কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়ে যান।

এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে—‘জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, লোকটির হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার বাড়িতেই বালার মৃত্যু হয়েছিল। তাঁর মৃত্যুতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সাহায্যের জন্য তাঁর স্বামী এবং ভাইকে ডাকেন। তাঁরা পৌঁছানোর পর একটি প্লাস্টিকের প্যাকেজে মৃতদেহটি মুড়ে ফেলে দেয় একটি জনবিচ্ছিন্ন এলাকায়।’

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান