হোম > বিশ্ব > ভারত

ভারতের মহারাষ্ট্রে ১০ মাসে ২৩০০ কৃষকের আত্মহত্যা

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ভারতের মহারাষ্ট্রে ২ হাজার ৩৬৬ জন কৃষক আত্মহত্যা করেছেন। রাজ্যের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী অনিল পাতিল গতকাল বৃহস্পতিবার বিধানসভায় এতথ্য দেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ডেকান ক্রনিকেলের প্রতিবেদন অনুসারে, মহারাষ্ট্রে প্রতি মাসে গড়ে ২৪০ কৃষক আত্মহত্যা করেন। এ হিসেবে প্রতিদিন আত্মহত্যাকারী কৃষকের সংখ্যা ৭।  

রাজ্য বিধানসভার সদস্য কুনাল পাতিলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে, বিশেষ করে, অমরাবতী রেভিনিউতে সর্বোচ্চ সংখ্যক কৃষক আত্মহত্যা করেছেন। সেখানে ৯৫১টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে। প্রয়াত কৃষকদের স্বজনদের এক লাখ রুপি করে সহায়তা দিয়েছে রাজ্য সরকার।

অমরাবতীর পাশাপাশি অন্যান্য অঞ্চলেও এ ধরনের ঘটনা দেখা গেছে। মহারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজিনগর বিভাগে প্রায় ৮৭৭ কৃষকের আত্মহত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে, নাশিক বিভাগে ২৫৪টি এবং পুনে বিভাগে ২৭টি আত্মহত্যার ঘটনার ঘটেছে।  

বিরোধী দলের নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে কৃষকদের সংগ্রামের প্রতি উদাসীন থাকার অভিযোগ করেন। তিনি বলেন, ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ১ জুলাই পর্যন্ত রাজ্যটিতে ৩ হাজারেরও বেশি কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার পেছনে মূলত অনাবাদ ও ঋণের বোঝা ছিল বলে উল্লেখ করেন তিনি।

ওয়াদেত্তিওয়ার রাজ্য সরকারকে কৃষকদের সম্পূর্ণ ঋণ মওকুফ করার দাবি জানান। এ ছাড়াও তিনি অসময়ে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তাৎক্ষণিক সহায়তা ব্যবস্থা করার আহ্বান জানান।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে