হোম > বিশ্ব > ভারত

ভারতে করোনায় দৈনিক মৃত্যু নেমে এল ২০০-এর নিচে, ২০১ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৯৫ জনের, যা আগের দিনের চেয়ে ৭ হাজার ২৪৬ জন কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের, যা আগের দিনের তুলনায় ৯৭ জন কম। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২০৬। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ মঙ্গলবার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ১৪৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ লাখ ৪৭ হাজার ৪০৬ জন। করোনা থেকে সেরে উঠেছে ৩ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৬৫৭ জন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। এ ছাড়া তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৫৭ জন এবং মারা গেছে ১৯ জন। মিজোরামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৪৬ জন এবং মারা গেছে ৭ জন। আসামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১২ জন। গত ২৪ ঘণ্টায় আসামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের। 

উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩০ লাখ ৯২ হাজার ৬৬৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৬৯ হাজার ৭৮৯ জনের। করোনা থেকে এ পর্যন্ত সেরে উঠেছে ২০ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৯৬৩ জন। 

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ