হোম > বিশ্ব > ভারত

ইন্টারপোলের আদলে ভারতপোল চালু করল ভারত

ভারতপোল পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ ও অন্যান্য অতিথিরা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পুলিশ সহায়তা সংস্থা ইন্টারপোলের আদলে ভারতপোল চালু করেছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মঙ্গলবার ‘ভারতপোল’ নামে একটি নতুন পোর্টাল চালু করেন। এই পোর্টাল ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তাপ্রাপ্তির প্রক্রিয়াকে সহজ করবে। ভারতের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত পলাতক অপরাধীদের বিরুদ্ধে বৈশ্বিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে এই সহায়তা পাওয়া যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) এই নতুন পোর্টাল তৈরি করেছে। মূলত বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে এবং ভারতীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা উন্নত করার বিষয়টি মাথায় রেখেই এই পোর্টাল ডিজাইন করা হয়েছে।

অমিত শাহ বলেছেন, ‘ভারতপোলের মাধ্যমে প্রতিটি সংস্থা ও পুলিশ বাহিনী ইন্টারপোলের সঙ্গে সহজে সংযুক্ত হতে পারবে, ফলে তদন্তে গতি আসবে। পোর্টালের প্রধান লক্ষ্য হলো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য দ্রুত দেশের বাইরে সংঘটিত অপরাধগুলো মোকাবিলা করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে চলমান অপরাধবিরোধী যুদ্ধে যেসব সুযোগ-সুবিধা আছে তাতে সহজে প্রবেশাধিকার পাওয়া।’

ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই ইন্টারপোলের সঙ্গে মিলে কাজ করে। পাশাপাশি আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ভারতীয় সংস্থার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার লিয়াজোঁর কাজটিও করত সিবিআই। সিবিআই লিয়াজোঁ অফিসারের মাধ্যমে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রাখত। কিন্তু তাদের যোগাযোগের মাধ্যম ছিল চিঠি, ই-মেইল ও ফ্যাক্স। এ কারণে তথ্যপ্রাপ্তিতে প্রায়ই দেরি হতো।

ভারতপোল এই সমস্যার সমাধান করবে বলে আশা করা হচ্ছে। এটি সমস্ত অংশীদারকে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে এনে আন্তর্জাতিক সহায়তার জন্য অনুরোধ পাঠানো এবং অনুরোধ গ্রহণের প্রক্রিয়া সহজ করবে। বিশেষ করে রেড নোটিশ এবং অন্যান্য ইন্টারপোল নোটিশ পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে এটি দারুণ সহায়ক হবে বলে মনে করছেন কর্মকর্তারা।

অমিত শাহ বলেন, ‘আগে একমাত্র সংস্থা হিসেবে সিবিআই ইন্টারপোলের সঙ্গে কাজ করত, কিন্তু ভারতপোল চালু হওয়ার ফলে প্রতিটি ভারতীয় সংস্থা এবং সমস্ত রাজ্য পুলিশ ইন্টারপোলের সঙ্গে সহজে সংযুক্ত হতে পারবে.... আমরা ফাঁকফোকরগুলো পূর্ণ করতে পারব এবং কার্যকরভাবে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে পারব...।’

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারতের নতুন অপরাধ আইন অভিযুক্তের অনুপস্থিতিতে তাঁর বিচার করার বিধান অন্তর্ভুক্ত করেছে। বিষয়টি নিশ্চিত করে যে, বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ভারতের আদালতে বিচার করা সম্ভব হবে। একবার দোষী সাব্যস্ত হলে কর্তৃপক্ষগুলোর পক্ষে তাদের প্রত্যর্পণ বা প্রত্যাহারের জন্য আবেদন করা সহজ হবে এই পোর্টালের মাধ্যমে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, নতুন এই পোর্টাল রাজ্য, কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীকে দ্রুত ও কার্যকরভাবে ইন্টারপোলের কাছে পলাতক অপরাধীদের তথ্য বা অন্যান্য বিষয়ে সহায়তার অনুরোধ পাঠানোর সুযোগ দেবে। আন্তসীমান্ত অপরাধ যেমন—সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, অনলাইন উগ্রপন্থা, মাদক পাচার, মানব পাচার এবং সংগঠিত অপরাধ বেড়ে যাওয়ার কারণে এ ধরনের পোর্টালের প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে।

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন