হোম > বিশ্ব > ভারত

ভারতে করোনার চীনা ধরন শনাক্ত, বৈঠকে বসছেন মোদি

ভারতে করোনাভাইরাসের চীনা উপধরন পাওয়া গেছে। এই উপধরনকে বলা হচ্ছে অমিক্রন বিএফ.৭। ইতিমধ্যে ভারতে চারজনের শরীরে এই নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা গুজরাট ও উড়িষ্যার বাসিন্দা।

এদিকে করোনার নতুন উপধরন শনাক্ত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি পর্যালোচনা সভা ডেকেছেন। আজ বৃহস্পতিবার তিনি জরুরি বৈঠকে এ বিষয়ে কথা বলবেন।

চীনে করোনাবিধি শিথিল করার পর হঠাৎ করেই করোনা রোগের বিস্তার বেড়ে গেছে। নতুন উপধরন অমিক্রন বিএফ.৭ পাওয়া গেছে অনেকের শরীরে। সেই উপধরন সম্প্রতি ভারতেও পাওয়া গেছে। ফলে উদ্বেগ বেড়েছে ভারতীয় প্রশাসনে।

গতকাল ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জরুরিভিত্তিতে বৈঠক করেছেন। তিনি সবাইকে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ‘আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে জনাকীর্ণ এলাকায় অবশ্যই মাস্ক পরা উচিত।’

এনডিটিভি জানিয়েছে, ভারতের বিভিন্ন বিমানবন্দরে ইতিমধ্যে আন্তর্জাতিক যাত্রীদের ধারাবাহিক পরীক্ষা শুরু হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রাজ্য ও কেন্দ্রশাসিত সব অঞ্চলকে করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সংগৃহীত নমুনা কেন্দ্র অনুমোদিত ‘ইনস্যাকোগ’ পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিং করা হবে। তাহলে নতুন করে কেউ এই নতুন উপধরনে আক্রান্ত হচ্ছে কি না, তা জানা যাবে।

স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ‘করোনা এখনো শেষ হয়নি। আমি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে এবং নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছি। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছি।’

এর আগে গত অক্টোবর ও নভেম্বর মাসে ভারতে অমিক্রনের বিএফ.১২ উপধরন শনাক্ত হয়েছিল। বাড়িতে আইসোলেশনে রেখে তাঁদের চিকিৎসা দেওয়ার পর তাঁরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। গত জুলাইয়ে প্রথম রোগী শনাক্ত হয়েছিল বলে এনডিটিভির সূত্রগুলো জানিয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশটিতে এখন করোনা সংক্রমণের সংখ্যা ৩ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এনডিটিভি জানিয়েছে, চীনের অমিক্রন বিএফ.৭ ধরনটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কেও দেখা দিয়েছে। দেশগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’