হোম > বিশ্ব > ভারত

শহরে জলাবদ্ধতা, স্ট্রেচারে করে হাসপাতাল ছাড়লেন মেডিকেল কলেজের অধ্যক্ষ

তিনি একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল। সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত প্রিন্সিপাল বসে আছেন একটি স্ট্রেচারে। চারজন লোক তাঁকে টেনে নিয়ে যাচ্ছে।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এভাবেই পানিতে ডুবে থাকা রাস্তা পার হতে দেখা গেছে সেই প্রিন্সিপালকে। তবে তিনি রুমাল দিয়ে কেন মুখ ঢেকে রেখেছিলেন তা স্পষ্ট নয়! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজ্যের শাহজাহানপুরে। যেখানে ভারী বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

তবে এই ভিডিওর নিন্দা করেছেন খোদ কলেজের অধ্যক্ষ রাজেশ কুমার। তাঁর দাবি, ঘটনাটি এমন নয়। রাজেশ কুমার বলেন, ‘একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেটিতে আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই ভিডিওটির নিন্দা করছি। শাহজাহানপুর প্লাবিত হয়েছে। এমনকি আমাদের কলেজ প্লাবিত হয়েছে। প্রায় ৩০০ রোগী, কর্মরত স্টাফ এবং অন্যরা এখানে আটকা পড়েছে। আমরা সব রোগীকে সরিয়ে নিয়েছি, অ্যাম্বুলেন্স, বাস ব্যবহার করে।’

আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, ‘পানি উদ্বেগজনকভাবে বেড়েছে। আমি চেষ্টা করেছি যদি আমি একটি অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারি। আমার পায়ে চোট রয়েছে এবং ডায়াবেটিসের রোগী। এ কারণে হাঁটতে পারছি না। আমি আমার কর্মীদের সঙ্গে কথা বলেছি এবং তাঁরা বলেছেন ব্যবস্থা নেবেন। আমাকে মেডিকেল কলেজ থেকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়েছে।’

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত