হোম > বিশ্ব > ভারত

৫৩ অঞ্চলে করোনার ভারতীয় ধরন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকা: ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরনটি এখন পর্যন্ত অন্তত ৫৩টি অঞ্চলে পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । আজ বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসমর্থিত উৎস থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বলেছে, ওই ৫৩ অঞ্চল ছাড়াও করোনার ভারতীয় বি.১.৬১৭ ধরনটি বিশ্বের আরও সাতটি অঞ্চলে শনাক্ত হয়েছে।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভারতীয় বি.১.৬১৭ ধরনটির সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। তবে এই ধরনে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থতা এবং সংক্রমণের ঝুঁকির বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত সপ্তাহে বিশ্বে করোনা রোগী শনাক্তের সংখ্যা এবং মৃত্যু কমেছে। এ সময়ে বিশ্বে ৪১ লাখ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এর আগের সপ্তাহ থেকে ১৪ শতাংশ কম। এ ছাড়া বিশ্বব্যাপী গত সপ্তাহে করোনায় মারা গেছেন ৮৪ হাজার মানুষ। এটি আগের সপ্তাহের চেয়ে দুই শতাংশ কম।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় অঞ্চলেও গত এক সপ্তাহে নতুন সংক্রমণ এবং মৃত্যু উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। একই চিত্র দেখা গেছে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলেও। এ ছাড়া পূর্বের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে আমেরিকা, পূর্ব ভূমধ্যসাগরীয়, আফ্রিকা এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও করোনায় সংক্রমণ এবং মৃত্যু হ্রাস পেয়েছে।

গত সাত দিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। গত এক সপ্তাহে দেশটিতে ১৮ লাখ ৪৬ হাজার ৫৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে (যা আগের সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ কম)। এ ছাড়া ব্রাজিলে ৪ লাখ ৫১ হাজার ৪২৪ জন (আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ বেশি), আর্জেন্টিনায় ২ লাখ ১৩ হাজার ৪৬ জন (আগের সপ্তাহের তুলনায় ৪১ শতাংশ বেশি), যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৮ হাজার ৪১০ জন (আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ কম) এবং কলম্বিয়ায় এক লাখ ৭ হাজার ৫৯০ জন (সাত শতাংশ কম) করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস। এই ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ লাখ ১ হাজার ১৬৪ জন ।বিশ্বে এ পর্যন্ত ১৬ কোটি ৮৫ লাখ ৬২ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ