হোম > বিশ্ব > ভারত

আদালতে চিৎকার–চেঁচামেচি নয়, বিদায়ী ভাষণে ভারতে প্রধান বিচারপতি 

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রধান বিচারপতি বলেছেন, আদালতে চিৎকার করে কোনো লাভ হয় না বরং বিরক্তি বাড়ে। তাই যুক্তি দিয়ে সকলকে নিজেদের বক্তব্য পেশ করা উচিত। স্থানীয় সময় আজ শুক্রবার দেশটির বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানা এই পরামর্শ দেন।

আজ শুক্রবার তাঁর শেষ কার্যদিবসে তাঁর সম্মানার্থে প্রথমবারের মতো ভারতীয় সুপ্রিম কোর্টে মামলার শুনানির সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত করা হয়। এ দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলাও ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ছিল প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনার অনুষ্ঠানও। সেখানেই তিনি আদালতের পবিত্রতা রক্ষার কথা স্মরণ করিয়ে এসব কথা বলেন।

আগামীকাল শনিবার ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন উদয় উমেশ ললিত। প্রথামাফিক এ দিন তিনি বিচারপতি রামানার ডিভিশন বেঞ্চে ছিলেন। সঙ্গে ছিলেন বিচারপতি হিমা কোহলি। তাঁদের ডিভিশন বেঞ্চে নির্বাচনে রাজনৈতিক দলগুলো দান খয়রাতির প্রতিশ্রুতি নিয়ে শুনানি হয়। 

বিদায়ী প্রধান বিচারপতি জানান, বিষয়টির সঙ্গে জনকল্যাণের বিষয়টিও জড়িয়ে আছে। তাই তাঁরা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করছেন। সেই সঙ্গে সর্বদলীয় বৈঠকের কথাও বলা হয়। বিচারপতি রামানা এ সময় কেন্দ্রীয় সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বদলীয় বৈঠক না ডাকায় সমালোচনাও করেন।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার