হোম > বিশ্ব > ভারত

জনসমক্ষে নাচের পর সমালোচনার মুখে বিহারের এমএলএ

ভারতের বিহারের এক এমএলএকে যুবতীর হাত ধরে জনসমক্ষে নাচতে দেখা গেছে। গোপাল মণ্ডল নামের ওই এমএলএ বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের দলের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ওই এমএলএ যুবতীর সঙ্গে নাচার পাশাপাশি নগদ টাকা ছড়াচ্ছেন এবং ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন। এমন কাজের পর দলীয় সমালোচনার শিকার হয়েছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, বিহারের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) গোপাল মণ্ডলের আচরণের সমালোচনা করে তাঁর আচরণ নিয়ন্ত্রণ ও এমএলএ পদের মর্যাদা রক্ষা করতে বলেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, বিহারের ভাগলপুর নির্বাচনী আসনের এমএলএ গোপাল মণ্ডল ওই বিয়ের অনুষ্ঠানে তাঁর পরনের কুর্তা টেনে তুলে এক যুবতীর হাত ধরে নাচছেন। ওই যুবতীকে ওই অনুষ্ঠানে নাচার জন্যই ডেকে আনা হয়েছিল। 

স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানাচ্ছে, ভাগলপুরের ফতেহপুর এলাকার ওই অনুষ্ঠানে গোপাল মণ্ডল তাঁর আসন ছেড়ে ওঠে গিয়ে ওই যুবতীর সঙ্গে নাচতে শুরু করেন। এর অল্প সময় পরই তাঁর সঙ্গে বসে থাকা আরও দুজন নাচে যোগ দেন। 

এমন কাজের পর তিনি তাঁর দলের মধ্যেই সমালোচনার শিকার হয়েছেন। তবে, তিনি নিজেকে রক্ষার্থে বলেছেন, তাঁর নাচের বিষয়টি সঠিক ছিল না। 

এর আগে অতীতেও একবার জনসমক্ষে তিনি নেচেছিলেন। তখনো তিনি সমালোচনার শিকার হন। সে সময় মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের প্রশ্নের জবাবে গোপাল জানিয়েছিলেন, গান শোনার পর আর তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। গোপাল সে সময় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে আরও বলেছিলেন, ‘একজন শিল্পীকে নাচা থেকে কেউই বিরত রাখতে পারে না।’ 

জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিহার ইউনিটের সভাপতি উমেশ কুশওয়াহা গোপাল মণ্ডলকে তাঁর আচরণ নিয়ন্ত্রণ ও তাঁর পদের মর্যাদা রক্ষা করতে বলেছেন। 

গোপাল মণ্ডল এর আগে গত ফেব্রুয়ারিতে এক বিয়ের অনুষ্ঠানে ‘দিল্লিওয়ালা গার্লফ্রেন্ড’ গানে নেচে সমালোচনা মুখোমুখি হয়েছিলেন। তারও আগে, ট্রেনে ভ্রমণকালে অন্তর্বাস পরে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সে সময় তিনি বলেছিলেন, তাঁর পেট খারাপ হয়েছিল। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে