হোম > বিশ্ব > ভারত

কুম্ভমেলা থেকে ফেরার সময় জিপ উল্টে ৫ নেপালি নিহত

প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্টানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি পাঁচবার ডিগবাজি খায়।

গতকাল শনিবার রাতে বিহারের মুজফফরপুর জেলার মধুবনি বাইপাসের চার লেনের সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, প্রয়াগরাজ থেকে নেপালের ৯ জন নাগরিককে নিয়ে ফিরছিল গাড়িটি। মধুবনি বাইপাসে এক মোটরসাইকেল চালক কসরত দেখাচ্ছিলেন। সেই স্টান্টবাজি এড়াতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সোজা গিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পাঁচবার ডিগবাজি খায়। গাড়িতে থাকা ৯ জনের মধ্যে পাঁচজনের ঘটনাস্থলে মৃত্য়ু হয়। বাকি চারজন গুরুতর জখম অবস্থায় শ্রীকৃষ্ণ মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি পুরো দুমরে-মুচড়ে গিয়েছে। জানলার কাচ ভেঙে গুড়োগুড়ো হয়ে গেছে। শুধু তাই নয়, একটি চাকা ভেঙে গাড়ির ভেতরে ঢুকে গেছে। ওই সময় বাইপাসের রাস্তায় কয়েকজন বাইকার স্টান্ট দেখাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত দ্রুত গতির গাড়িটি ওই মোটরবাইকারের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা মারেন।

পুলিশ বলছে, গাড়িতে থাকা এয়ারব্যাগ সময়মতো না খোলায় দুর্ঘটনার প্রভাব আরও গুরুতর হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে থাকা সকলের নাম-পরিচয় জানা গেছে। নেপালের নাগরিকদের মাধ্যমে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি