হোম > বিশ্ব > ভারত

কয়লাকাণ্ডে মমতার ভাতিজাকে ফের তলব

কলকাতা প্রতিনিধি

কোটি কোটি রুপির কয়লা পাচারের তদন্তে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জির ভাতিজা ও দলটির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ফের তলব করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তে নিযুক্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে শুক্রবার কলকাতায় হাজির হওয়ার জন্য ডেকে পাঠিয়েছে। 

এর আগেও একাধিকবার ইডি অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করেছে। এবার তাঁর শ্যালিকা মানেকা গম্ভীরকেও ডাকা হয়েছে। তবে মানেকা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। 

এদিকে তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে হয়রানি করা হচ্ছে। সোমবারই ছাত্রদের এক অনুষ্ঠানে বিশাল জনসমাগমে মমতা বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা করেছে। এবার হয়তো আজ অথবা কাল ওকে কোনো সংস্থা নোটিশ ধরাবে। সেই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ইডির নোটিশ পেলেন অভিষেক।

এ প্রসঙ্গে মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অভিষেককে ভয় পায় বিজেপি। তাই বড় সমাবেশ দেখলেই ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থাগুলো।’ 

বিজেপির অবশ্য পাল্টা দাবি, স্বাধীনভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে। অভিষেকের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ বহুদিন ধরেই করে চলেছেন বিজেপির নেতারা। রাজ্যে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ৯০০ কোটি রুপির কয়লা কেলেঙ্কারির ভাগ পেতেন অভিষেক। এমনকি, কংগ্রেস ও বাম নেতারাও এমন অভিযোগ তুলে তদন্তের দাবিতে সোচ্চার। 

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর