হোম > বিশ্ব > ভারত

কয়লাকাণ্ডে মমতার ভাতিজাকে ফের তলব

কলকাতা প্রতিনিধি

কোটি কোটি রুপির কয়লা পাচারের তদন্তে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জির ভাতিজা ও দলটির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ফের তলব করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তে নিযুক্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে শুক্রবার কলকাতায় হাজির হওয়ার জন্য ডেকে পাঠিয়েছে। 

এর আগেও একাধিকবার ইডি অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করেছে। এবার তাঁর শ্যালিকা মানেকা গম্ভীরকেও ডাকা হয়েছে। তবে মানেকা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। 

এদিকে তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে হয়রানি করা হচ্ছে। সোমবারই ছাত্রদের এক অনুষ্ঠানে বিশাল জনসমাগমে মমতা বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা করেছে। এবার হয়তো আজ অথবা কাল ওকে কোনো সংস্থা নোটিশ ধরাবে। সেই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ইডির নোটিশ পেলেন অভিষেক।

এ প্রসঙ্গে মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অভিষেককে ভয় পায় বিজেপি। তাই বড় সমাবেশ দেখলেই ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থাগুলো।’ 

বিজেপির অবশ্য পাল্টা দাবি, স্বাধীনভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে। অভিষেকের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ বহুদিন ধরেই করে চলেছেন বিজেপির নেতারা। রাজ্যে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ৯০০ কোটি রুপির কয়লা কেলেঙ্কারির ভাগ পেতেন অভিষেক। এমনকি, কংগ্রেস ও বাম নেতারাও এমন অভিযোগ তুলে তদন্তের দাবিতে সোচ্চার। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি