হোম > বিশ্ব > ভারত

ভুল মানচিত্র প্রকাশের দায়ে ভারতে টুইটারের প্রধান কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর

ঢাকা:  জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখানোর কারণে ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা তথ্যটি নিশ্চিত করেছে। 

এর আগে এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারসহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে মনিশ মাহেশ্বরীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করা হলেও পরে সেটি সংশোধন করা হয়।

আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মনিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তর প্রদেশের বুলন্দ শহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। 

টুইটারের 'টুইপ লাইফ' বিভাগে ভারতের যে মানচিত্র দেওয়া হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে দেখানো হয়েছে; অর্থাৎ জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা দেশ হিসেবে দেখানো হয়েছে। এর আগেও একবার লাদাখকে ভারতের বাইরে দেখিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। 

নীতিমালা নিয়ে ভারত সরকারের সঙ্গে টুইটারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দলের নেত্রী প্রবীন ভাটি বলেছেন, মানচিত্রের এই ঘটনাটি আমাকে ও পুরো ভারতবাসীকে আহত করেছে। এটিকে রাষ্ট্রদ্রোহিতা বলেও উল্লেখ করেন তিনি। 

এ বিষয়ে টুইটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন