হোম > বিশ্ব > ভারত

ভুল মানচিত্র প্রকাশের দায়ে ভারতে টুইটারের প্রধান কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর

ঢাকা:  জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখানোর কারণে ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা তথ্যটি নিশ্চিত করেছে। 

এর আগে এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারসহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে মনিশ মাহেশ্বরীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করা হলেও পরে সেটি সংশোধন করা হয়।

আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মনিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তর প্রদেশের বুলন্দ শহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। 

টুইটারের 'টুইপ লাইফ' বিভাগে ভারতের যে মানচিত্র দেওয়া হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে দেখানো হয়েছে; অর্থাৎ জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা দেশ হিসেবে দেখানো হয়েছে। এর আগেও একবার লাদাখকে ভারতের বাইরে দেখিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। 

নীতিমালা নিয়ে ভারত সরকারের সঙ্গে টুইটারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দলের নেত্রী প্রবীন ভাটি বলেছেন, মানচিত্রের এই ঘটনাটি আমাকে ও পুরো ভারতবাসীকে আহত করেছে। এটিকে রাষ্ট্রদ্রোহিতা বলেও উল্লেখ করেন তিনি। 

এ বিষয়ে টুইটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি