হোম > বিশ্ব > ভারত

যুবককে রাস্তায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, মায়ের ডাকে সাড়া দিল না কেউ

ভারতের দিল্লিতে রাস্তার মধ্য এক যুবকের ওপরে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দিল্লির উত্তরাংশে এ ঘটনা ঘটে। এ সময় আশপাশে মানুষজন থাকলেও তারা এগিয়ে আসতে দেখা যায়নি।

দিল্লির নান্দ নাগরি এলাকার ওই ভিডিওতে দেখা গেছে, এক যুবক মাটিতে পড়ে আছেন। এ সময় হামলাকারী বড় একটি ছুরি দিয়ে তাঁর বাঁ হাতের উপরিভাগে আঘাত করছেন। হামলার পর তিনি পালিয়ে যান। তবে ভিডিওতে হামলাকারীর চেহারা দেখা যায়নি।

এ সময় ভুক্তভোগীর মা কান্না করছিলেন এবং ছেলেকে বাঁচানোর জন্য এগিয়ে আসছিলেন। তিনি আশপাশের মানুষের কাছে সাহায্য চাইলেও পাননি।

হামলার শিকার যুবকের নাম কাসিম বলে জানা গেছে। তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দিল্লি পুলিশ জানিয়েছে, হামলাকারী শোয়েব কাসিমের বন্ধু ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা। দুই বছর আগে তাঁদের মধ্য মারামারি হয়েছিল। এ সময় কাসিম শোয়েবের মুখে ঘুষি মেরে নাক ও চোখ থেঁতলিয়ে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুজনের মধ্য দ্বন্দ্ব ছিল। এ ঘটনায় শোয়েবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার