হোম > বিশ্ব > ভারত

অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অভিনেতা পবন কল্যাণ

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে সরকার গঠন করছে নরেন্দ্র মোদির জোট জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। জোটের শরিক তেলেগু দেশাম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু সেই সরকারের মুখ্যমন্ত্রী। আর তাঁর সরকারের একমাত্র উপমুখ্যমন্ত্রী হচ্ছেন তেলেগু অভিনেতা পবন কল্যাণ। আজ বুধবার তাঁরা শপথ নেবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পবন কল্যাণ এনডিএ জোটের আরেক অংশীদার জন সেনা পার্টির প্রেসিডেন্ট। পবন কল্যাণ ছাড়াও ২৪ জন মন্ত্রী শপথ নেবেন আজ। এই মন্ত্রিসভায় জনসেনা পার্টি থেকে মোট তিনজন মন্ত্রিত্ব পাচ্ছেন। মোদির দল বিজেপি থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন একজন। বাকি সবাই তেলেগু দেশাম পার্টির সদস্য। 

এরই মধ্যে মুখ্যমন্ত্রীর মনোনয়ন পাওয়া চন্দ্রবাবু নাইডু মন্ত্রীদের তালিকা রাজ্যের গভর্নর এস আবদুল নাজিরের কাছে পাঠিয়েছেন। তিনি আজ বুধবার বিজয়বাড়ার গান্নাভারম বিমানবন্দরের কাছে কেসারপল্লি আইটি পার্কে অনুষ্ঠিতব্য একটি জনসভায় নাইডু ও তাঁর মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ জোটের নেতারা এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে মিলে বৈঠকের পর ঠিক করেন বিজেপি থেকে একমাত্র সদস্য হিসেবে সত্য কুমার যাদব মন্ত্রী হিসেবে শপথ নেবেন। 

এ ছাড়া জনসেনা পার্টির তিন মন্ত্রী হলেন পবন কল্যাণ নিজে এবং নাদেন্দলা মনোহর এবং কান্দুলা দুর্গেশ। নাইডুর এই মন্ত্রিসভায় ২৫ মন্ত্রীর মধ্যে ১৭ জনই নতুন মুখ। বাকিরা কোনো না কোনো সময় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে