হোম > বিশ্ব > ভারত

রায়বেরেলি রেখে ওয়েনাড ছাড়ছেন রাহুল, প্রিয়াঙ্কাকে সংসদে আনার তোড়জোড়

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনাড আসনে নির্বাচিত হয়েছেন কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। তবে এবার তিনি ওয়েনাড আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর সেই আসনেই উপনির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে ভারতের সংসদীয় রাজনীতিতে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। 

রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী অনেক আগেই রাজনীতিতে সক্রিয়। সর্বভারতীয় কংগ্রেস তথা এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে তিনি উত্তর প্রদেশের দায়িত্বে ছিলেন। তাঁর সংসদীয় রাজনীতিতে আসা নিয়ে অনেক আগে থেকেই জল্পনা-কল্পনা ছিল। এবার তার অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। 

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, কংগ্রেস পার্টির একাংশের প্রস্তাব ছিল—এবারের লোকসভা নির্বাচনে বারাণসী আসনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে যেন ভোটের লড়াইয়ে নামেন প্রিয়াঙ্কা। কিন্তু সেই প্রস্তাবে তিনি রাজি হননি। সম্প্রতি রায়বেরেলিতে রাহুল গান্ধীও বলেছিলেন, প্রিয়াঙ্কা যদি বারাণসীতে ভোটে দাঁড়াতেন, তাহলে নরেন্দ্র মোদি অন্তত ২ থেকে ৩ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হতেন। 

গত এক সপ্তাহ ধরেই প্রিয়াঙ্কার সংসদীয় রাজনীতিতে আত্মপ্রকাশের গুঞ্জন চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘আমি রায়বেরেলি ও ওয়েনাডের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। শিগগির জানতে পারবেন।’ 

শেষ পর্যন্ত জানা গেছে, ওয়েনাড ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। আর এই আসনে মূলত প্রিয়াঙ্কাকে নির্বাচিত করে লোকসভায় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস পার্টি।

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়