হোম > বিশ্ব > ভারত

ভারতে বেসরকারি হাসপাতালগুলোতে ১ কোটি ৭ লাখ ডোজ অব্যবহৃত টিকা

ঢাকা: ভারতে দেখা দিয়েছে করোনার টিকা সংকট। এই অজুহাতে দেশটি থেকে সব করোনা টিকা রপ্তানি বন্ধ রয়েছে। কিন্তু ভারত সরকারের তথ্য অনুযায়ী, গত মাসে দেশটির সরকারি হাসপাতালগুলোর কাছে ১ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হলেও প্রয়োগ হয়েছে মাত্র ২২ লাখ ডোজ।

বিশেষজ্ঞরা মনে করছেন, বেসরকারি পর্যায়ের ভ্যাকসিনের চড়া মূল্যের কারণে সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন কম প্রয়োগ হয়েছে।

গত ৪ জুন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো ভারতে ৭ কোটি ৪ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে ১ কোটি ৮৫ লাখ ডোজ ভ্যাকসিন বরাদ্দ ছিল ভারতের বেসরকারি সরকারি হাসপাতালগুলোর জন্য। এর মধ্যে বেসরকারি হাসপাতালগুলো ১ কোটি ২৯ লাখ ভ্যাকসিন সংগ্রহ করে। যার মধ্যে মাত্র ২২ লাখ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে।

এই মাসের শুরুতে ভারতের বেসরকারি হাসপাতালগুলোর জন্য ভ্যাকসিনের দাম বেঁধে দেয় ভারত সরকার। ওই দাম অনুযায়ী, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয় ৭৮০ রুপি, রাশিয়া স্পুতনিক ভ্যাকসিনের প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয় ১১৪৫ রুপি এবং দেশে তৈরি কোভ্যাকসিনের প্রতি ডোজের দাম ১৪১০ রুপি। আর বেসরকারি হাসপাতালে প্রত্যেক ডোজ ভ্যাকসিন দিতে একজন গ্রাহককে সার্ভিস চার্জ ১৫০ রুপি দিতে হবে বলে জানান ভারত সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে,  কিছু হাসপাতালে ভারতে তৈরি কোভিশিল্ডের একটি ডোজের দাম রাখা হচ্ছে ১ হাজার ৮০০ রুপি।

করোনার টিকা নিয়ে নতুন নীতি ঘোষণা করেছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। যা এই মাসের ২১ জুন থেকে কার্যকর হবে। এই নীতি অনুযায়ী, দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশই কিনবে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ যাবে বেসরকারি খাতে। মানুষ চাইলে টাকা দিয়েও বেসরকারি হাসপাতাল থেকে নিতে পারবেন টিকা।

সম্প্রতি করোনা সংক্রমণ কমে আসায় ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিধিনিষেধ উঠে যাওয়ার কারণে এই সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এই জন্য টিকা প্রয়োগ কর্মসূচি আরও ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।  

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে