হোম > বিশ্ব > ভারত

সরকারি অতিথিশালার সামনে অচেতন রক্তাক্ত কিশোরী, ভিডিও করায় ব্যস্ত মানুষ

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর প্রদেশে সরকারি অতিথিশালার সামনে রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করতে দেখা যায় ১৩ বছরের এক কিশোরীকে। এমন করুণ দৃশ্য দেখেও স্থানীয় মানুষজন তাকে সাহায্যের বদলে ব্যস্ত হয়ে পড়েন মোবাইলে ছবি তুলতে। তবে সেই কিশোরী কীভাবে সেখানে এসেছে কিংবা কীভাবে রক্তাক্ত হয়েছে তা জানা যায়নি এখনো।

ঘটনা উত্তর প্রদেশের কনৌজের। কিশোরীর আর্তনাদ শুনেও আশপাশের মানুষজন তাকে সাহায্য না করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডে ব্যস্ত হয়ে পড়ে। পরে খবর পেয়ে ছুটে আসেন নিকটবর্তী পুলিশ স্টেশনের এক সদস্য। তিনিই ওই কিশোরীকে কোলে করে নিয়ে যান হাসপাতালে।

এদিকে, ঘটনাস্থলের নিকটবর্তী এক সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে—ওই কিশোরী এক ব্যক্তির হাত ধরে হাঁটছেন। তবে ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। গত রোববার ওই কিশোরীকে কনৌজের ওই সরকারি অতিথিশালার সামনে অচেতন ও দেখতে পান স্থানীয়রা।

উত্তর প্রদেশের কনৌজের এমনই মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছেন সেখানকার পুলিশ সুপার কোঁয়ার অনুপম সিং। তিনি বলেন, ‘এ বিষয়ে পুলিশ ওই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেছে। তদন্ত চলছে। কিশোরী কীভাবে রক্তাক্ত হলো সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’ ধারণা করা হচ্ছে, ওই কিশোরী ধর্ষণের শিকার। তবে তার ডাক্তারি পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি। 

উত্তর প্রদেশ সম্পর্কিত আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার