হোম > বিশ্ব > ভারত

সরকারি অতিথিশালার সামনে অচেতন রক্তাক্ত কিশোরী, ভিডিও করায় ব্যস্ত মানুষ

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর প্রদেশে সরকারি অতিথিশালার সামনে রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করতে দেখা যায় ১৩ বছরের এক কিশোরীকে। এমন করুণ দৃশ্য দেখেও স্থানীয় মানুষজন তাকে সাহায্যের বদলে ব্যস্ত হয়ে পড়েন মোবাইলে ছবি তুলতে। তবে সেই কিশোরী কীভাবে সেখানে এসেছে কিংবা কীভাবে রক্তাক্ত হয়েছে তা জানা যায়নি এখনো।

ঘটনা উত্তর প্রদেশের কনৌজের। কিশোরীর আর্তনাদ শুনেও আশপাশের মানুষজন তাকে সাহায্য না করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডে ব্যস্ত হয়ে পড়ে। পরে খবর পেয়ে ছুটে আসেন নিকটবর্তী পুলিশ স্টেশনের এক সদস্য। তিনিই ওই কিশোরীকে কোলে করে নিয়ে যান হাসপাতালে।

এদিকে, ঘটনাস্থলের নিকটবর্তী এক সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে—ওই কিশোরী এক ব্যক্তির হাত ধরে হাঁটছেন। তবে ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। গত রোববার ওই কিশোরীকে কনৌজের ওই সরকারি অতিথিশালার সামনে অচেতন ও দেখতে পান স্থানীয়রা।

উত্তর প্রদেশের কনৌজের এমনই মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছেন সেখানকার পুলিশ সুপার কোঁয়ার অনুপম সিং। তিনি বলেন, ‘এ বিষয়ে পুলিশ ওই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেছে। তদন্ত চলছে। কিশোরী কীভাবে রক্তাক্ত হলো সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’ ধারণা করা হচ্ছে, ওই কিশোরী ধর্ষণের শিকার। তবে তার ডাক্তারি পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি। 

উত্তর প্রদেশ সম্পর্কিত আরও পড়ুন:

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার