হোম > বিশ্ব > ভারত

মমতার সঙ্গে ভারতে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক সোমবার

কলকাতা সংবাদদাতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ছবি: সংগৃহীত

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ খুব শিগগির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। আগামী সোমবার বিকেল চারটার সময় পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে এই ‘সৌজন্য সাক্ষাৎ’ হতে পারে।

তবে এই সৌজন্যের আড়ালে থাকতে পারে কূটনৈতিক অস্বস্তির আবহ। মূলত, সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক রবীন্দ্র কাছারিবাড়িতে হামলার ঘটনা আলোচনার কেন্দ্রে উঠে আসে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ঢাকার অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানিয়েছে, এটি আইনশৃঙ্খলাজনিত সমস্যা এবং ঘটনাটিকে ‘পরিকল্পিত ইসলামপন্থী আক্রমণ’ বা ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে ব্যাখ্যা করা ভুল হবে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, স্থানীয় বিরোধ থেকেই এই হামলা হয়েছে। তবুও, বাংলাদেশ সরকার এই হামলাকে ‘ঐতিহ্যের ওপর আঘাত’ হিসেবে দেখছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে হাইকমিশনার মুখ্যমন্ত্রীর সামনে তথ্য তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে।

দীর্ঘ নয় বছর পর কোনো বাংলাদেশি হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন। নবান্ন সূত্র জানা গেছে, এর আগে দুই বাংলাদেশি হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান সাক্ষাৎ চাইলেও তা সম্ভব হয়নি। সেই প্রেক্ষিতে এই বৈঠককে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রবীন্দ্র কাছারিবাড়ি ইস্যুর পাশাপাশি সীমান্ত সমস্যা, বিএসএফ ও বিজিবির ভূমিকা, ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিকদের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে খবর। এ ছাড়া, তিস্তা পানিবণ্টন ইস্যু, সীমান্ত বাণিজ্য এবং স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত দ্বিপক্ষীয় সমস্যা নিয়েও আলোচনা হতে পারে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে