হোম > বিশ্ব > ভারত

মণিপুরে কমান্ডো অভিযানে ৪০ বিদ্রোহীকে গুলি করে হত্যা: মুখ্যমন্ত্রী

ভারতের মণিপুরে পুলিশের আট ঘণ্টার কমান্ডো অভিযানে ৪০ বিদ্রোহী নিহত হয়েছে। আজ রোববার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে ৪০ জন বিদ্রোহী আইন শৃঙ্খলাবাহীনির গুলিতে নিহত হয়েছেন।’ খবর এনডিটিভি। 

এন বীরেন সিং বলেন, ‘বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এম-১৬ এবং একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার বন্দুক ব্যবহার করছে। তারা অনেক গ্রামে এসে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমরা সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে খুব শক্ত পদক্ষেপ নিতে শুরু করেছি। নিরাপত্তা বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালানোয় এসব সন্ত্রাসীর মৃত্যু হয়।’ 

সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার জন্য মণিপুর হাইকোর্টের সুপারিশকে কেন্দ্র করে ৩ মে থেকে সহিংসতা চলছে মণিপুরে। 

সন্ত্রাসীরা নিরস্ত্র বেসামরিকদের উপর গুলি চালিয়েছে জানিয়ে বীরেন সিং বলেন, মণিপুরকে বিচ্ছিন্ন করার চেষ্টাকারী সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে কেন্দ্রের সহায়তায় রাজ্য সরকারের মধ্যে লড়াই চলছে ৷ 

সূত্র জানিয়েছে, আজ দুপুরে বিদ্রোহীরা একযোগে ইম্ফল উপত্যকায় এবং তার আশপাশের পাঁচটি এলাকায় আক্রমণ করেছে। এলাকাগুলো হলো সেকমাই, সুগনু, কুম্বি, ফায়েং এবং সেরু। আরও এলাকায় বন্দুকযুদ্ধ চলছে এবং রাস্তায় লাশ পড়ে থাকার খবর পাওয়া যাচ্ছে

আগামীকাল সোমবার মণিপুর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মেইতেই এবং কুকি উভয়কেই শান্ত ও শান্তি বজায় রাখার এবং স্বাভাবিক অবস্থা আনতে কাজ করার জন্য আবেদন করেছেন। 

সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল দুদিনের সফরে রাজ্যে গিয়েছিলেন। 

 ৩ মে থেকে হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ১১০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে।

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক